
রাজ্যের একটা বাড়িও আর অন্ধকারে থাকবে না। এবছর ৩১ ডিসেম্বরের মধ্যে ৬৪ লক্ষ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেবে সরকার। বুধবার আসাম অ্যাডমিনিস্ট্ৰেটিভ স্টাফ কলেজে সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিদ্যুৎমন্ত্ৰী তপন কুমার গগৈ। সব ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে প্ৰধানমন্ত্ৰী মোদির স্বপ্ন সাকার করতেই এই পদক্ষেপ। বিভিন্ন স্থানে বাঁশ,কাঠের বিদ্যুৎ খুঁটি সরিয়ে বসানো হবে পাকা খুঁটি। ৬৪ লক্ষ পরিবারের মধ্যে ২৩ লক্ষ এখনও বিদ্যুৎ পাননি। ৩১ ডিসেম্বরের মধ্যে পরিবারগুলো বিদ্যুৎ পাবে। ৩৫০০ পদ সৃষ্টি করে কর্মী নিয়োগ করবে বিদ্যুৎ বিভাগ।