সীমান্তপার থেকে অবৈধ অনুপ্ৰবেশ ঠেকানো নিয়ে গোটা উত্তর পূর্বাঞ্চল যখন ভাবছে সেই একই সময়ে অসম পুলিশ বর্ডার অর্গানাইজেশনের(এপিবিও)১৫৯টি নজরদারি পোস্টের মধ্যে ৩৯টি অকেজো পড়ে আছে। ওই ৩৯টি নজরদারি পোস্ট যে এলাকাগুলিতে রয়েছে সেখানে সীমান্তে যে যথেষ্ট ফাঁকফোকর থাকবে তা সহজেই অনুমেয়। গুয়াহাটির ৩টি নজরদারি পোস্ট এবং চিরাঙের একটি পোস্ট অকেজো অবস্থায় আছে।
Begin typing your search above and press return to search.