Begin typing your search above and press return to search.
রাজ্যের ৭টি লোকসভা কেন্দ্ৰে প্ৰার্থী দেবে এআইইউডিএফ-আজমল

গুয়াহাটিঃ অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট(এআইইউডিএফ)আসন্ন লোকসভা নির্বাচনে অসমের সাতটি আসনে প্ৰার্থিত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মহানগরীর হাতিগাঁওয়ে এআইইউডিএফের সদর কার্যালয়ে মঙ্গলবার দলের কেন্দ্ৰীয় কমিটির কর্মকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের যে সাতটি লোকসভা কেন্দ্ৰ থেকে দল প্ৰার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেগুলি হলো ধুবড়ি,বরপেটা,করিমগঞ্জ,শিলচর,নগাঁও,কলিয়াবর এবং মঙ্গলদৈ।
এআইইউডিএফ সুপ্ৰিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাংবাদিকদের বলেন,দল এরআগে রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্ৰে প্ৰার্থী দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে জেলা কমিটিগুলির বিশেষ অনুরোধে দল সাতটি লোকসভা কেন্দ্ৰে দলীয় প্ৰার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে আজমল উল্লেখ করেন।
Next Story