রাজ্যে আমলা পদে ব্যাপক রদবদল,মুখ্যসচিব হচ্ছেন অলোক কুমার

গুয়াহাটিঃ অসমের নতুন মুখ্যসচিব হচ্ছেন অলোক কুমার। অসম সরকার সোমবার রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে বরিষ্ঠ আইএএস অফিসার অলোক কুমারের নাম ঘোষণা করেছে। কুমার অসম-মেঘালয় ক্যাডারের ১৯৮৪ ব্যাচের আইএএস অফিসার। আগামি ৩১ আগস্ট কুমার রাজ্য প্ৰশাসনের শীর্ষ পদে দায়িত্ব বুঝে নেবেন। ওই দিনই বর্তমান মুখ্যসচিব টি ওয়াই দাস অবসর নিচ্ছেন।
মুখ্যসচিব পদে ১৯৮৩ ব্যাচের আইএএস অফিসার ভিপি প্যারেলাল,যিনি বর্তমানে অতিরিক্ত মুখ্যসচিব পদে বহাল রয়েছেন,তাঁর নামও মুখ্যসচিব পদের জন্য ঘুরপাক খাচ্ছিল। তবে দিশপুর সম্ভবত প্যারেলাল ও কুমারের চাকরির বাকি থাকা সময়সীমার কথা বিবেচনা করে কুমারকে ওই পদে নিয়োগের সিদ্ধান্ত নেয়। প্যারেলাল ২০১৯-এর ফেব্ৰুয়ারিতে অবসব নেবেন। কুমার-এর চাকরির সময়সীমা ফুরোবে ২০২০-র জানুয়ারিতে।
অন্যদিকে,সরকার প্যারেলালকে অর্থ ও সংস্কৃতি বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্যসচিবের পদ থেক্লে অব্যাহতি দিয়েছে। তবে তিনি অসম রাজস্ব বোর্ড ও আসাম অ্যাডমিনিস্ট্ৰেটিভ ট্ৰাইবুনালের চেয়ারম্যান পদে থাকছেন। অতিরিক্ত মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণকে গৃহ ও রাজনৈতিক বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অতিরিক্ত সিএস রাজীব বরাকে অর্থ ও পাহাড় এলাকা উন্নয়নের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত সিএস রবি কাপুরের কাঁধে বর্তেছে পরিবেশ ও বন বিভাগের বাড়তি দায়িত্ব। কমিশনার তথা সেক্ৰেটারি অম্লান বরুয়াকে দেওয়া হয়েছে সমাজ কল্যাণের অতিরিক্ত ভার।