দিশপুর আসাম সিভিল সার্ভিস(এসিএস)ক্যাডারের সংখ্যা বর্তমানের ৯৫৮ জন থেকে ১০৫০ জনে বৃদ্ধি করেছে।রাজ্যে জনসেবার কাজ যাতে সুচারুভাবে চলে এসিএস ক্যাডারের সংখ্যা বৃদ্ধির মোক্ষম উদ্দেশ্য সেটাই।তৃণমূল পর্যায়ে প্ৰশাসনিক কাজকর্ম যে সুচারুভাবে চলছে না সেটা সোনোয়ালের নেতৃত্বাধীন তিন দলীয় জোট সরকারের নজরে এসেছে।তৃণমূল স্তরে প্ৰশাসনিক অফিসারের অভাবই জনগণকে সুষ্ঠু সেবা প্ৰদানের ক্ষেত্ৰে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল।এরই পরিপ্ৰেক্ষিতে রাজ্য সরকার বর্তমানের ৯৫৮ থেকে এসিএস ক্যাডারের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়।
Begin typing your search above and press return to search.