Begin typing your search above and press return to search.

রাজ্যে খুব শিগগিরই বলবৎ হবে মডেল কোড অফ কন্ডাক্ট

রাজ্যে খুব শিগগিরই বলবৎ হবে মডেল কোড অফ কন্ডাক্ট

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  9 March 2019 10:54 AM GMT

গুয়াহাটিঃ লোকসভা নির্বাচনের দিনক্ষণ খুব শীঘ্ৰই ঘোষণা করা হবে। সেই সঙ্গে রাজ্যে বলবৎ হবে মডেল কোড অফ কন্ডাক্ট। এই সময়ে প্ৰার্থীদের ব্যাংক থেকে টাকা তোলা এবং নগদ অর্থ অন্যত্ৰ পাঠানো ইত্যাদির মতো বিষয়গুলির প্ৰতি তীক্ষ্ণ নজর রাখবে নির্বাচন কমিশন

রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার(সিইও)এমসি সাহু শুক্ৰবার গুয়াহাটিতে সংবাদ মাধ্যমকে একথা বলেন। তিনি বলেন,‘ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনু্যায়ী প্ৰার্থীদের ব্যাংক থেকে টাকা তোলা এবং নগদ টাকা পরিবহণের প্ৰতি আমরা তীক্ষ্ণ নজর রাখবো। কারণ এগুলো মডেল কোড আর কন্ডাক্টের আওতায় পড়ছে। এছাড়াও আরও অনেকগুলি বিষয়ের দিকে আমাদের শ্যেন দৃষ্টি রাখতে হবে। আয়কর,এয়ারপোর্টস,নারকোটিক ব্যুরো,আবগারির মতো বিভাগগুলির সঙ্গে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। নির্বাচনী আচরণ বিধির অধীনে কাউকে দোষী পাওয়া গেলে আইন অনু্যায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাহু বলেন,নির্বাচনের সময় মডেল কোড অফ কনডাক্ট কোথাও লঙ্ঘিত হচ্ছে কিনা সেদিকে নজর রাখার জন্য প্ৰতিটি বিধানসভা কেন্দ্ৰে দুই থেকে তিনটি স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম থাকবে। এছাড়া মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের বিষয়টি তদারকির জন্য মোবাইল সার্ভিল্যান্স ও ভিডিও সার্ভিল্যান্স টিমও থাকছে। মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের ব্যাপারে জানতে পারলে সাধারণ মানুষও এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন।

রাজ্যে নির্বাচনের সময় অতিরিক্ত সুরক্ষা বাহিনীর প্ৰয়োজন হবে কিনা জানতে চাওয়া হলে সাহু বলেন,‘আমাদের আরও সুরক্ষা বাহিনীর প্ৰয়োজন। তবে কী পরিমাণ সুরক্ষা বাহিনী প্ৰয়োজন তার সঠিক সংখ্যা আমরা এখনই বলতে পারছি না। নির্বাচন কটি পর্যায়ে হবে তা জানার পরই সুরক্ষা বাহিনীর সঠিক সংখ্যা বলা যাবে। তবে নিরাপত্তা সংক্ৰান্ত বিষয়ে আমরা স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি। তাছাড়া স্পর্শকাতর কেন্দ্ৰগুলিকে জেলাওয়াড়ি চিহ্নিত করা হচ্ছে। এটা হচ্ছে একটা চলতি প্ৰক্ৰিয়া। তবে সে সব এলাকা স্পর্শকাতর চিহ্নিত হবে সেগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা করা হবে।

এনআরসির কাজে জড়িত আধিকারিকদের নির্বাচনী ডিউটিতে মোতায়েন করা হবে কিনা জানতে চাওয়া হলে সাহু বলেন ইসিআই এই সব আধিকারিকদের নির্বাচনী ডিউটি থেকে ইতিমধ্যেই ছাড় দিয়েছি। ইসিআই-র ওই নির্দেশিকা আমরা সব বিভাগকে জানিয়েছে-বলেন শাহু।

Next Story
সংবাদ শিরোনাম