Begin typing your search above and press return to search.

রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য মনোনয়নপত্ৰ জমা দিলেন ৬০ জন প্ৰার্থী

রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য মনোনয়নপত্ৰ জমা দিলেন ৬০ জন প্ৰার্থী

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 March 2019 7:37 AM GMT

গুয়াহাটিঃ রাজ্যে দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের জন্য পাঁচটি আসনে মোট ৬০টি মনোনয়নপত্ৰ জমা পড়েছে। আগামি ১৮ এপ্ৰিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট হচ্ছে। ১১ এপ্ৰিল অনুষ্ঠেয় প্ৰথম দফা নির্বাচনের জন্য মনোনয়নপত্ৰ দাখিলের পর্ব শেষ হয়েছে গত সোমবার। দ্বিতীয় দফা নির্বাচনের জন্য মঙ্গলবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। রাজ্যে দ্বিতীয় পর্যায়ে যে পাঁচটি আসনে ভোট হচ্ছে সেগুলি হলো করিমগঞ্জ,শিলচর,স্বশাসিত জেলা(ডিফু),মঙ্গলদৈ ও নগাঁও। দ্বিতীয় দফা ভোটের জন্য মনোনয়নপত্ৰগুলি পরীক্ষার কাজ সারা হবে আজ অর্থাৎ বুধবার।

রাজ্য নির্বাচন বিভাগের মতে,করিমগঞ্জ আসনে ১৯ জন প্ৰার্থী মনোনয়নপত্ৰ জমা দিয়েছেন। শিলচর আসনে ১৪,স্বশাসিত জেলা ডিফু কেন্দ্ৰে ৬,মঙ্গলদৈয়ে ১৩ এবং নগাঁও আসনে আটটি মনোনয়নপত্ৰ জমা পড়েছে। মঙ্গলবার যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন তাঁদের মধ্যে কয়েকজন হেভিওয়েট প্ৰার্থী রয়েছেন। এঁরা হলেন নগাঁওয়ের বিজেপি প্ৰার্থী রূপক শর্মা এবং তাঁর প্ৰতিদ্বন্দ্বী কংগ্ৰেসের প্ৰদ্যুৎ বরদলৈ। ওদিকে করিমগঞ্জ আসনে মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছেন রাজ্য বিধানসভার প্ৰাক্তন ডেপুটি স্পিকার তথা বিজেপি প্ৰার্থী কৃপানাথ মাল্লা। এই নিয়ে প্ৰথম দুদফার নির্বাচনে ১০ আসনে প্ৰার্থীদের একটা স্পষ্ট তালিকা পাওয়া গেছে। নগাঁওয়ে মঙ্গলবার বিজেপি প্ৰার্থী রূপক শর্মা রিটার্নিং অফিসারের কাছে তাঁর মনোনয়নপত্ৰ জমা দেন। তাঁর সঙ্গে মিছিল করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান অগপ সভাপতি অতুল বরা,মন্ত্ৰী পীযূষ হাজরিকা,বিধায়ক রমাকান্ত দেউরি। এছাড়াও মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা ও বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিৎ দাসও ছিলেন রূপক শর্মার পাশে।

পরে সোনোয়াল সাংবাদিকদের বলেন,জোটের প্ৰার্থীদের স্বাগত জানাতে মানুষ মুখিয়ে আছেন।

নগাঁওয়ের কংগ্ৰেস প্ৰার্থী প্ৰদ্যুৎ বরদলৈ প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি রিপুন বরা,বিধায়ক রকিবুল হুসেনকে সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের কাছে তাঁর মনোনয়নপত্ৰ জমা দিয়েছেন মঙ্গলবার।

কংগ্ৰেসের রাজ্য সভাপতি রিপুন বরা সাংবাদিকদের বলেন,১০টি আসনের মধ্যে কংগ্ৰেস ৮টিতে জিতবে। সেই চিত্ৰ এখন পরিষ্কার।

এদিকে ভারতের নির্বাচন কমিশন(ইসিআই)রাজ্যে অনুষ্ঠেয় তৃতীয় দফা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করতে চলেছে ২৮ মার্চ। তৃতীয় দফায় গুয়াহাটি,বরপেটা,কোকরাঝাড় ও ধুবড়িতে নির্বাচন হবে আগামি ২৩ এপ্ৰিল। তৃতীয় দফা ভোটের জন্য মনোনয়নপত্ৰ দাখিলের শেষ দিন হচ্ছে ৪ এপ্ৰিল। ৫ এপ্ৰিল মনোনয়নপত্ৰগুলি পরীক্ষা করা হবে। ৮ এপ্ৰিল মনোনয়নপত্ৰ প্ৰত্যাহারের শেষ দিন। গোটা দেশের সঙ্গে ভোট গণনা হবে ২৩ মে।

Next Story