রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করলো কমিশন

গুয়াহাটিঃ নির্বাচন কমিশন অসমে দ্বিতীয় দফার নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করার সঙ্গে সঙ্গে রাজ্যের রাজনৈতিক দলগুলি লড়াইয়ের স্ট্ৰ্যাটিজি প্ৰস্তুত করতে উঠেপড়ে লেগেছে। রাজ্যের পাঁচটি লোকসভা আসনের জন্য নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হয় সোমবার। এই পাঁচটি আসন হচ্ছে করিমগঞ্জ,শিলচর,স্বশাসিত জেলা(ডিফু),মঙ্গলদৈ এবং নগাঁও।
দ্বিতীয় দফার নির্বাচনের জন্য মনোনয়নপত্ৰ দাখিলের শেষ তারিখ ২৬ মার্চ। মনোনয়নপত্ৰগুলি পরীক্ষা করা হবে ২৭ মার্চ। মনোনয়ন প্ৰত্যাহারের শেষ তারিখ ২৯ মার্চ। ভোট হছে ১৮ এপ্ৰিল এবং ১৩মে ভোট গণনা হবে।
গত রবিবার রাজ্যের আরও পাঁচটি সংসদীয় কেন্দ্ৰের জন্য প্ৰথম দফায় নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই পাঁচ কেন্দ্ৰ হচ্ছে ডিব্ৰুগড়,যোরহাট,কলিয়াবর,লখিমপুর এবং তেজপুর। এই পাঁচ কেন্দ্ৰে প্ৰথম দফার ভোট হছে আগামি ১১ এপ্ৰিল। এদিকে কংগ্ৰেসের কেন্দ্ৰীয় নির্বাচন কমিটি রাজ্যের ১০টি লোকসভা আসনে ইতিমধ্যেই তাদের প্ৰার্থীদের নাম ঘোষণা করেছে। কংগ্ৰেসের এই সব প্ৰার্থীরা হলেন বীরেন সিং ইংতি স্বশাসিত জেলা(ডিফু),প্ৰদ্যুৎ বরদলৈ(নগাঁও),অনিল বরগোঁহাই(শিলচর),গৌরব গগৈ(কলিয়াবর),সুশান্ত বরগোঁহাই(যোরহাট)এবং পবন সিং ঘাটোয়ার (ডিব্ৰুগড়)।
আন্যদিকে,অসম গণ পরিষদ(অগপ)দল আগামি দু-একদিনের মধ্যেই তাদের প্ৰার্থী তালিকা চূড়ান্ত করবে। বিজেপি ইতিমধ্যেই কলিয়াবর,ধুবড়ি ও বরপেটার তিনটি আসন শরিক অগপকে ছেড়ে দিয়েছে। কলিয়াবর থেকে একটি সূত্ৰ জানিয়েছে,অগপ কলিয়াবর কেন্দ্ৰ থেকে আসুর প্ৰাক্তন উপসভাপতি তথা অগপ উপসভাপতি কেশব মহন্তের ভাই মণিমাধব মহন্তকে প্ৰার্থী করতে পারে। মণি আজ আনুষ্ঠানিকভাবে আঞ্চলিক দলটিতে যোগ দিয়েছেন। অগপ ধুবড়ি আসনে প্ৰাক্তন বিধায়ক জাভেদ ইসলামকে দাঁড় করাতে পারে। বরপেটা আসনে প্ৰাক্তন সাংসদ কুমার দীপক দাস আথবা প্ৰাক্তন বিধায়ক ভূপেন রায়কে অগপ-র তরফ থেকে প্ৰার্থী করার সম্ভাবনা রয়েছে।
ওদিকে বিজেপির অন্য শরিক জোট বিপিএফ ইতিমধ্যেই কোকরাঝাড় লোকসভা কেন্দ্ৰে প্ৰমীলা রানি ব্ৰহ্মকে প্ৰার্থী করেছে।