Begin typing your search above and press return to search.

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে একাই লড়ছে অগপ

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে একাই লড়ছে অগপ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  1 Nov 2018 9:52 AM GMT

গুয়াহাটিঃ দিশপুরে বিজেপি নেতৃত্বাধীন সরকারের শরিক হওয়া সত্ত্বে অসম গণ পরিষদ(অগপ)রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে একাই লড়ছে। বুধবার এখানে দলের কেন্দ্ৰীয় সাধারণ পর্ষদের বৈঠকে অগপ পঞ্চায়েত ভোটে একাই লড়ার সিদ্ধান্ত নেয়। দিশপুরে বিজেপি-র অন্য আরও একটি শরিক দল বিপিএফ আগামি রবিবার এব্যাপারে পাকাপাকি সিদ্ধান্ত নেবে। কারণ রবিবারই বিপিএফ-এর কর্মসমিতির বৈঠক বসছে।

পঞ্চায়েত নির্বাচনে অগপ কেন একা লড়াইয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? এ সম্পর্কে অগপ-র সাধারণ সম্পাদক ড.কমলা কলিতা দ্য সেন্টিনেলকে বলেন,‘হ্যাঁ এটা চূড়ান্ত হয়ে গেছে আমরা পঞ্চায়েত ভোটে একাই লড়ছি। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সঙ্গে আসন ভাগাভাগি করে নির্বাচনে লড়ার পথ এখন আর ততটা মসৃণ নয়। ইদানীং অগপ ও বিজেপি-র মধ্যে কিছু মতানৈক্যও চাড়া দিয়েছে। এই মতানৈক্য নিয়ে ভোটারদের মন জয় করা কোনও দলের পক্ষেই কল্যাণজনক হবে না।

‘পঞ্চায়েত নির্বাচন হচ্ছে পঞ্চায়ত রাজ প্ৰতিষ্ঠানের অধীনে ৩ হাজারের বেশি পর্ষদকে নিয়ে একটা বিজনেজ। তাই আমরা কোনও ঝুঁকি নিতে চাইছি না’। অগপ-র সাধারণ পর্ষদের এই বৈঠকে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-এর জোর বিরোধিতার সিদ্ধান্ত নেওয়া হয়। দল বিদেশি চিহ্নিতকরণে ১৯৭১ সালের ২৪ মার্চের চূড়ান্ত তারিখ থেকে এক ইঞ্চি পরিমাণ সরে আসতে রাজি নয়। এই কাট অফ ডেটের ভিত্তিতেই বিদেশি সমস্যার সমাধান করতে হবে। বিতর্কিত নাগরিক সংশোধনী বিলটি অগপ ও বিজেপির মধ্যে মতানৈক্যের সৃষ্টি করেছে-বলেন কলিতা।

Next Story
সংবাদ শিরোনাম