Begin typing your search above and press return to search.
রাজ্যে পবিত্ৰ ইদ উৎসব পালিত

গুয়াহাটিঃ পরম্পরাগত প্ৰথায় ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজ সারা রাজ্যে খুশির উৎসব ইদ পালিত হলো। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রাজ্যের ইসলাম ধর্মাবলম্বীদের প্ৰতি ইদের শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্ৰী এক বার্তায় বলেছেন,পবিত্ৰ এই উৎসব রাজ্যে শান্তি ও সম্প্ৰীতির বার্তা বয়ে আনবে। আসু,অগপ,বিজেপি এবং এপিসিসি মুসলমান জনগোষ্ঠীর প্ৰতি ইদের শুভেচ্ছা জানিয়েছে।
টানা একমাস পবিত্ৰ রোজা পালনের শেষে আজ ইদের নামাজ পাঠের আয়োজন করা হয়। গুয়াহাটির মাছখোয়ার ইদগাহ এবং অন্যান্য ইদগাহগুলিতে সকালে ইদের নামাজ পাঠ করেন মুসলিম ভাইরা। নামাজ পাঠ শেষে পরস্পর পরস্পরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন।
Next Story