Begin typing your search above and press return to search.

রাজ্যে প্ৰথম ও দ্বিতীয় দফার নির্বাচনে ১.৪৫ কোটি ভোটার প্ৰয়োগ করবেন ভোটাধিকার

রাজ্যে প্ৰথম ও দ্বিতীয় দফার নির্বাচনে ১.৪৫ কোটি ভোটার প্ৰয়োগ করবেন ভোটাধিকার

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  30 March 2019 7:24 AM GMT

গুয়াহাটিঃ রাজ্যে প্ৰথম ও দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে মোট ১,৪৫,১৪,০৫০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্ৰয়োগ করবেন। প্ৰথম দুদফার নির্বাচনে পুরুষ ভোটার হচ্ছেন ৭৪,১৯,৭৯৪ জন এবং মহিলা ৭০,৯৩,৯২২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৩৩৪। এরমধ্যে প্ৰথম দফার নির্বাচনে ভোটার হচ্ছেন ৭৬,০৩,৪৫৮ জন এবং দ্বিতীয় দফায় ভোটাধিকার প্ৰয়োগ করবেন ৬৯,১০,৫৯২ জন। এই দুটো পর্যায়ের নির্বাচনে মঙ্গলদৈ লোকসভা কেন্দ্ৰে সর্বোচ্চ সংখ্যক ভোটার রয়েছেন।

ভোটার তালিকা সংশোধনের বিষয়টি যেহেতু একটা চলতি প্ৰক্ৰিয়া সেই হেতু ভোটার সংখ্যাও পরিবর্তিত হতে থাকে স্বাভাবিকভাবেই। প্ৰথম পর্যায়ে অর্থাৎ ১১ এপ্ৰিল নির্বাচন হচ্ছে তেজপুর,কলিয়াবর,যোরহাট,ডিব্ৰুগড় ও লখিমপুর আসনে। তেজপুর লোকসভা কেন্দ্ৰে এবার ভোটার হলেন ১৪,৯৪,৮৭৮ জন। কলিয়াবরের ১৭,৩১,৬১০,যোরহাট কেন্দ্ৰে ১৩,৬০,৩২৮,ডিব্ৰুগড়ে ১৩,১২,১৯৫ এবং লখিমপুরে ১৭,০৪,৪৪৭ জন ভোটার এবার ভোট দিচ্ছেন।

১৮ এপ্ৰিল অনুষ্ঠেয় দ্বিতীয় দফার নির্বাচনে করিমগঞ্জে ১৩,৩৮,০০৫,শিলচরে ১১,৯১,২৮৯,স্বশাসিত জেলা ডিফুতে ৭,৯৫,০৮৫,মঙ্গলদৈয়ে ১৭ ,৯৫,৫২৯ ও নগাঁওয়ে ১৭,৯০,৬৮৪ জন ভোটার রয়েছেন। প্ৰথম দুদফার নির্বাচনের জন্য ভোট কেন্দ্ৰ থাকছে ১৮,৫৬৬টি। এর মধ্যে প্ৰথম পর্যায়ের নির্বাচনে ৯,৫৭৪টি এবং দ্বিতীয় দফায় ভোট কেন্দ্ৰের সংখ্যা হচ্ছে ৮,৯৯২টি।

২৩ এপ্ৰিল তৃতীয় দফায় যে চারটি লোকসভা কেন্দ্ৰে ভোট হচ্ছে সেগুলির মধ্যে কয়েকটির ভোটার তালিকা আপডেট করার কাজ এগোচ্ছে। তৃতীয় দফায় রাজ্যের যে চারটি লোকসভা আসনে ভোট হচ্ছে সেগুলি হলো গুয়াহাটি,বরপেটা,কোকরাঝাড় ও ধুবড়ি।

Next Story
সংবাদ শিরোনাম