রাজ্যে প্ৰথম দফার লোকসভা নির্বাচনের জন্য হেভিওয়েট সহ ৪৫ জন মনোনয়নপত্ৰ জমা দিলেন

গুয়াহাটিঃ একদিকে রঙালি বিহুর প্ৰাক প্ৰস্তুতি এবং অন্যদিকে লোকসভা নির্বাচনের তোড়জোড় দুটোই এখন একইসঙ্গে চলছে উজান অসমে। প্ৰথম দফার লোকসভা নির্বাচনের জন্য সোমবার মনোনয়নপত্ৰ দাখিলের শেষদিন বেশকজন হেভিওয়েট প্ৰার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। প্ৰথম দফার নির্বাচনের জন্য পাঁচ কেন্দ্ৰে মনোনয়নপত্ৰ দাখিল করেছেন ৪৫ জন। রাজ্যে প্ৰথম দফার লোকসভা নির্বাচন হচ্ছে আগামি ১১ এপ্ৰিল। ভোটের জন্য মনোনয়নপত্ৰগুলি পরীক্ষা করা হবে মঙ্গলবার এবং মনোনয়ন প্ৰত্যাহারের শেষ দিন ২৮ মার্চ। রাজ্যের যে পাঁচটি লোকসভা আসনে প্ৰথম দফায় ভোট হচ্ছে সেগুলি হলো কলিয়াবর,তেজপুর,যোরহাট,ডিব্ৰুগড় এবং লখিমপুর। সোমবার হেভিওয়েট প্ৰার্থীদের মধ্যে যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা হলেন বিজেপির পল্লবলোচন দাস তেজপুর আসনে,তেজপুর কেন্দ্ৰে কংগ্ৰেসের এমজিভিকে ভানু এবং ডিব্ৰুগড় কেন্দ্ৰে কংগ্ৰেসের পবন সিং ঘাটোয়ার ও যোরহাট লোকসভা আসনে বিজেপির তপন কুমার গগৈ। ওদিকে নবাগত মণিমাধব মহন্ত অগপ-র হয়ে এবং প্ৰাক্তন বিধায়ক আব্দুল আজিজ এনপিপি প্ৰার্থী হিসেবে কলিয়াবর কেন্দ্ৰে তাঁদের মনোনয়ন দাখিল করেছেন। প্ৰাক্তন বিধায়ক জিতেন গগৈ কলিয়াবর আসনে নির্দল প্ৰার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্ৰ দাখিল করেছেন এদিন।
বিজেপি প্ৰার্থী প্ৰদান বরুয়া এদিন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,নেডার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্ৰী নবকুমার দোলেকে সঙ্গে নিয়ে লখিমপুর কেন্দ্ৰে তাঁর মনোনয়নপত্ৰ দাখিল করেন। মনোনয়নপত্ৰ দাখিলের পর বরুয়া সাংবাদিকদের বলেন,‘বিজেপির জয় নিশ্চিত। উন্নয়নের স্বার্থে জনগণ ফের বিজেপিকেই ভোট দেবেন’।
এদিন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল সাংবাদিকদের বলেন,‘বিজেপি পাঁচ বছরে যা করেছে কংগ্ৰেস ৫৫ বছরেও তা করতে পারেনি। মানুষ পুনরায় নরেন্দ্ৰ মোদিকেই প্ৰধানমন্ত্ৰী পদে বহাল করার সিদ্ধান্ত নিয়েছেন’।
ওদিকে মুখ্যমন্ত্ৰী সোনোয়াল,অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা ও মন্ত্ৰী ফণীভূষণ চৌধুরীকে সঙ্গে নিয়ে বিজেপি প্ৰার্থী পল্লব লোচন দাস এদিন তেজপুর কেন্দ্ৰে তাঁর মনোনয়নপত্ৰ দাখিল করেন। দাস পরে সাংবাদিকদের বলেন,মানুষের সেবায় আত্মনিয়োগ করতেই আমি এই কেন্দ্ৰ থেকে প্ৰতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি। ‘তেজপুরে বিজেপি নেতৃত্বাধীন জোটের জয় অবধারিত’।
অন্যদিকে তেজপুর কেন্দ্ৰে মনোনয়ন দাখিল করে কংগ্ৰেস প্ৰার্থী ভানু বলেছেন,এই কেন্দ্ৰে কংগ্ৰেস নিশ্চিতভাবে জিতবে। ভানুর সঙ্গে ছিলেন প্ৰদেশ কংগ্ৰেসের সভাপতি রিপুন বরা,বিধানসভার প্ৰাক্তন অধ্যক্ষ টঙ্ক বাহাদুর রাই ও অন্যান্যরা।
ওদিকে ডিব্ৰুগড় কেন্দ্ৰের কংগ্ৰেস প্ৰার্থী পবন সিং ঘাটোয়ারের মনোনয়নপত্ৰ দাখিলের সময় তাঁর পাশে ছিলেন প্ৰাক্তন মন্ত্ৰী পৃথিবী মাঝি ও অন্যান্যরা। ঘাটোয়ার সাংবাদিকদের বলেন,লোকসভা আসনে এটা আমার অষ্টম লড়াই। আমি মানুষের আশীর্বাদ চাইছি। এই কেন্দ্ৰে যারা ভোটে লড়ছেন তারা সবাই আমার প্ৰতিদ্বন্দ্বী। তবে জনগণ যে রায় দেবেন আমি তা মাথা পেতে নেবো’।
ওদিকে মুখ্যমন্ত্ৰী,অর্থমন্ত্ৰীকে সঙ্গে নিয়ে যোরহাট কেন্দ্ৰে বিজেপি প্ৰার্থী তপন গগৈ এদিন তাঁর মনোনয়ন দাখিল করেন। তিনি বলেন,‘উন্নয়ন ত্বরান্বিত করতেই আমি ভোটযুদ্ধে নেমেছি’।
এদিন বিজেপি সভাপতি রঞ্জিৎ দাস,অগপ সভাপতি অতুল বরা ও অন্যান্যদের সঙ্গে নিয়ে কলিয়াবর কেন্দ্ৰে মনোনয়নপত্ৰ দাখিল করেন অগপ প্ৰার্থী মণিমাধব মহন্ত।