Begin typing your search above and press return to search.

রাজ্যে প্ৰথম দফা নির্বাচনে ৭৮.২৩ শতাংশ ভোট পড়েছে

রাজ্যে প্ৰথম দফা নির্বাচনে ৭৮.২৩ শতাংশ ভোট পড়েছে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  13 April 2019 11:30 AM GMT

গুয়াহাটিঃ রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্ৰে প্ৰথম দফার নির্বাচনে ৭৮.২৩ শতাংশ ভোট পড়ার রেকর্ড নথিভুক্ত হয়েছে। রাজ্য নির্বাচন বিভাগের একটি সূত্ৰ শুক্ৰবার একথা জানিয়েছে। গত বৃহস্পতিবার রাজ্যের তেজপুর,কলিয়াবর,যোরহাট,ডিব্ৰুগড় ও লখিমপুর এই পাঁচটি লোকসভা আসনে প্ৰথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন মোট ৪১ জন প্ৰার্থীর রাজনৈতিক ভাগ্য ইভিএমে আটকা পড়ে। চূড়ান্ত ভোটদানের হার সম্পর্কে খবর প্ৰকাশ করে রাজ্য নির্বাচন বিভাগের সূত্ৰটি দ্য সেন্টিনেলকে বলেছে,কলিয়াবর কেন্দ্ৰে সর্বোচ্চ ৮২.০৯ শতাংশ ভোট পড়েছে। এছাড়া তেজপুর ৭৯.১৫,যোরহাটে ৭৭.৪৯,ডিব্ৰুগড়ে ৭৭.২৬ এবং লখিমপুরে ৭৪.৮১ শতাংশ ভোটার নিজেদের ভোটাধিকার প্ৰয়োগ করেছেন।

২০১৪ সালের সংসদীয় নির্বাচনে তেজপুরে ৭৮.০৬,কলিয়াবরে ৮০.১৭,যোরহাটে ৭৮.৩৭,ডিব্ৰুগড়ে ৭৯.৩৭ এবং লখিমপুরে ৭৭.৭৮ শতাংশ ভোট পড়ার রেকর্ড নথিভুক্ত হয়েছিল। সেবার এই পাঁচ কেন্দ্ৰে মোট ভোট পড়েছিল ৭৮.৭৯ শতাংশ। বিভিন্ন সূত্ৰে পাওয়া খবর অনু্যায়ী কলিয়াবর কেন্দ্ৰের অধীন ধিং বিধানসভা ক্ষেত্ৰে বৃহস্পতিবার সর্বোচ্চ ৯১.৫৩ শতাংশ ভোট পড়ে। ধিং কেন্দ্ৰটি ধর্মীয় সম্প্ৰদায় অধ্যুষিত। সূত্ৰটি বলেছে,লখিমপুর লোকসভা আসনের অধীন ধেমাজি পোলিং স্টেশনে ফের ভোট গ্ৰহণের নির্দেশ দেওয়া হতে পারে।

ডিব্ৰুগড়,যোরহাট,কলিয়াবর,লখিমপুর ও তেজপুর এই পাঁচ লোকসভা কেন্দ্ৰের ৯,৫৭৪টি পোলিং স্টেশনে মোট ৭৬,০৩,৪৫৮ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্ৰয়োগের সু্যোগ পেয়েছেন।

বৃহস্পতিবারের নির্বাচনে রাজ্যের সব পোলিং স্টেশনে ইভিএম-এর সঙ্গে ভিভিপিএটি মেশিনও ব্যবহার করা হয়েছে। এরফলে একজন ভোটার ক্ৰশ চেকের মাধ্যমে ইভিএমে নিজের ভোট সঠিক স্থানে পড়লো কিনা তা করেসপন্ডিং স্লিপের মাধ্যমে জানতে পারবেন যা সাত সেকেন্ডের মধ্যে ভিভিপিএটি মেশিনে ভেসে উঠবে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পাইলট প্ৰজেক্ট হিসেবে মাত্ৰ ১০টি বিধানসভা কেন্দ্ৰে ভিভিপিএটি মেশিন ব্যবহার করা হয়েছিল।

Next Story
সংবাদ শিরোনাম