Begin typing your search above and press return to search.

রাজ্যে প্ৰধানমন্ত্ৰী শ্ৰম যোগী মন-ধন যোজনার সূচনা করলেন মুখ্যমন্ত্ৰী

রাজ্যে প্ৰধানমন্ত্ৰী শ্ৰম যোগী মন-ধন যোজনার সূচনা করলেন মুখ্যমন্ত্ৰী

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  6 March 2019 12:25 PM GMT

গুয়াহাটিঃ রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল মঙ্গলবার মহানগরীর মাছখোয়ায় প্ৰাগজ্যোতি আইটিএ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্ৰধানমন্ত্ৰী শ্ৰম যোগী মন-ধন যোজনা আনুষ্ঠানিকভাবে চালু করলেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্ৰী বলেন,এই যোজনার আওতায় এলে রাজ্যে অসংগঠিত ক্ষেত্ৰের ১.৮ কোটি শ্ৰমিক উপকৃত হবেন। প্ৰতি মাসে এই সব শ্ৰমিকরা সামান্য পরিমাণ অর্থ জমা রাখলে বার্ধক্যে সুরক্ষা ও নিরাপত্তা পেয়ে যাবেন। তিনি বলেন,অসংঠিত ক্ষেত্ৰের শ্ৰমিকদের কল্যাণের দায়িত্ব রাজ্য সরকারের। এই সব শ্ৰমিকদের ক্ষমতায়নের জন্য কেন্দ্ৰ ও রাজ্য জন ধন যোজনা,দীনদয়াল উপাধ্যায় দিব্যাঙ্গন সাহা্য্য প্ৰকল্প,মুদ্ৰা যোজনা,স্টার্ট আপ ইন্ডিয়া,মেক ইন ইন্ডিয়া ইত্যাদির মতো বেশকটি প্ৰকল্প গ্ৰহণ করেছে।

মুখ্যমন্ত্ৰী বলেন,প্ৰধানমন্ত্ৰী শ্ৰম যোগী মন-ধন যোজনাটি হচ্ছে ব্যক্তিগত স্বেচ্ছামূলক ও সঞ্চয়মূলক একটি পেনশন প্ৰকল্প। এই প্ৰকল্পের অধীনে গ্ৰাহকরা ষাট বছর বয়সের পর মাসিক তিন হাজার টাকা করে নিশ্চিত পেনশন পাবেন।

চা বাগান শ্ৰমিকদের সুরক্ষায় সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে সোনোয়াল বলেন,চা বাগান এলাকায় চোলাই মদ সহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্ৰব্যের বিরুদ্ধে সচেতনতা কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বাগান শ্ৰমিকদের চোলাই সহ অন্যান্য বদ অভ্যাস থেকে দূরে রাখতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মদ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে যে সব লেবার ওয়েলফেয়ার অফিসার ভাল কাজ করবেন তাদের পুরষ্কৃত করা হবে কাজের স্বীকৃতি হিসেবে। কেন্দ্ৰ ও রাজ্য সরকারের এসব প্ৰকল্পের সুবিধা গ্ৰহণ করতে মুখ্যমন্ত্ৰী রাজ্যের জনগণের প্ৰতি আহ্বান জানান।

Next Story