রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা ক্ৰমেই বাড়ছে

গুয়াহাটিঃ ২০১৬ থেকে ২০১৮ সাল এই তিন বছরে রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা ক্ৰমেই বেড়ে চলেছে। পুলিশ সূত্ৰের মতে,২০১৬তে রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা নথিভুক্ত হয়েছিল ১৯,৬৮৮টি। এই সংখ্যা বেড়ে ২১,২৯৮ জনে দাঁড়ায় ২০১৭ সালে। ২০১৮তে এই সংখ্যা বেড়ে ২৪,৫৫৬ টিতে গিয়ে পৌঁছয়।
ধর্ষণের অভিযোগে ১৯০৯টি মামলা নথিভুক্ত হয় ২০১৮ সালে। ২০১৭ সালে এজাতীয় মামলার সংখ্যা ছিল ১,৭০৮টি। যৌতুক জনিত ঘটনায় মৃত্যু হওয়ার ১৬৬টি মামলা নথিভুক্ত হয়েছে ২০১৮তে। এজাতীয় ১৫০টি মামলা নথিভুক্ত হয়েছে ২০১৭ বর্ষে।
এছাড়াও অন্যান্য তিনটি ক্ষেত্ৰে রাজ্যের মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। অপরাধের এই তিনটি ক্ষেত্ৰ হচ্ছে স্বামীর নিষ্ঠুরতা,মহিলা এবং যুবতী অপহরণ ও শ্লীলতাহানি। ২০১৬ সালে স্বামীর ক্ৰুরতা,নিষ্ঠুরতার ৯৩২৭টি মামলা নথিভুক্ত হয়েছে। ২০১৭ তে এধরনের নিষ্ঠুরতা মামলার সংখ্যা একধাপে বেড়ে ১০,৫৮০ টিতে দাঁড়ায়। এরপর ২০১৮ সালে এজাতীয় মামলা আরও বেড়ে গিয়ে ১১,৯৯৯টিতে গিয়ে পৌঁছয়।
মহিলা ও যুবতী অপহরণের ক্ষেত্ৰে দেখা গেছে,২০১৬ তে এজাতীয় অপহরণ কাণ্ডের ৪,৯৯৭টি মামলা নথিভুক্ত হয়েছে। ১৭ সালে অপহরণজনিত মামলার সংখ্যা ৫১৮৬ টিতে পৌঁছয়। অনুরূপভাবে ২০১৬-তে গোটা রাজ্যে শ্লীলতাহানির ৩৪১৬টি মামলা নথিভুক্ত করা হয়। ১৭ সালে এজাতীয় মামলা বৃদ্ধি পেয়ে ৩,৫৯৫ টিতে দাঁড়ায় এবং ২০১৮ তে এজাতীয় মামলার সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৪,১৪৩ টি নথিভুক্ত করা হয়।