রাজ্যে মাধ্যমিক ও হাইমাদ্ৰাসা চূড়ান্ত পরীক্ষা শুরু বৃহস্পতিবার থেকে

গুয়াহাটিঃ সেকেন্ডারি এডুকেশন বোর্ড অফ আসাম-এর(সেবা)পরিচালিত হাইস্কুল শিক্ষান্ত ও হাইমাদ্ৰাসা পরীক্ষা বৃহস্পতিবার(১৪ ফেব্ৰুয়ারি)থেকে শুরু হচ্ছে।
এবার পরীক্ষায় বসছে সাকুল্যে ৩,৫২,১৪৩ জন ছাত্ৰছাত্ৰী। এরমধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩,৪৭,৭০২ জন। হাই মাদ্ৰাসায় অবতীর্ণ হছে ৯,৪৪১ জন প্ৰার্থী।
সেবার অধ্যক্ষ রমেশ চন্দ্ৰ জৈন দ্য সেন্টিনেলকে বলেন,পরীক্ষা হচ্ছে রাজ্যের ৮৫৭টি কেন্দ্ৰে। পরীক্ষার সময় নিরাপত্তা ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে পরীক্ষা হলে দুটি সিসি টিভি ক্যামেরা ও এলসিডি বালব লাগানো হয়েছে। হলে পর্যাপ্ত আলোর জন্যই এই ব্যবস্থা’-বলেন জৈন।
তিনি আরও বলেন,প্ৰতিবন্ধী এবং দৃষ্টিশক্তিহীন ছাত্ৰ ছাত্ৰীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। দৃষ্টিশক্তিহীন ছাত্ৰদের জন্য বোর্ড এই প্ৰথম ব্ৰেইলি প্ৰশ্নপত্ৰের ব্যবস্থা করেছে। এবছর ১৩ জন এধরনের ছাত্ৰছাত্ৰী পরীক্ষায় বসছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং টোকাটুকি ঠেকাতে বোর্ড প্ৰয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করেছে। পরীক্ষা কেন্দ্ৰ থেকে ৫০ মিটার দূরে ১৪৪ ধারা বলবৎ থাকবে। পরীক্ষার সময় যেকোনও ধরনের অপ্ৰীতিকর ঘটনা ঠেকানোই এর উদ্দেশ্য। স্পর্শকাতর কেন্দ্ৰগুলিতে ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হবে।