রাজ্যে লোকসভা নির্বাচনে রামধনু জোটের জয় নিশ্চিতঃ অতুল বরা

রাজ্যে লোকসভা নির্বাচনে রামধনু জোটের জয় নিশ্চিতঃ অতুল বরা
Published on

গুয়াহাটিঃ অসম গণ পরিষদ(অগপ)ভারতীয় জনতা পার্টি (বিজেপি)এবং তাদের অন্যান্য শরিক বোড়োল্যান্ড পিপলস ফ্ৰন্ট(বিপিএফ),রাভা যৌথ সংগ্ৰাম সমিতি.তিওয়া জাতীয় ঐক্য মঞ্চ এবং সম্মিলিত গণশক্তিকে নিয়ে গঠিত রামধনু সদৃশ জোট রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্ৰেসকে কুপোকাৎ করে নিশ্চিতভাবে জয় ছিনিয়ে নিতে সক্ষম হবে। বুধবার এখানে আসুর প্ৰাক্তন উপ সভাপতি মণিমাধব মহন্তকে দলে স্বাগত জানাতে আয়োজিত এক সভায় এই দাবি করেন অগপ সভাপতি অতুল বরা। এদিন অগপর সদর দপ্তরে মণিমাধবের সঙ্গে তাঁর সহস্ৰাধিক সমর্থক আঞ্চলিক দলটিতে যোগ দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় বরা বলেন,‘বিজেপির সঙ্গে আমাদের গাঁটছড়া বাধার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যেনতেন প্ৰকারে কংগ্ৰেসকে হারানো। কারণ ওই দল আমাদের চির শত্ৰু’।

অগপ সভাপতি আরও বলেন,বিজেপির সঙ্গে আমাদের আঁতাত নতুন কিছু নয়। এর আগে ২০০১ সালে এই দলের সঙ্গে আমাদের অনুরূপ রাজনৈতিক সমঝোতা হয়েছিল। ‘এমনকি ২০১৬-র বিধানসভা নির্বাচনের সময়ও আমাদের রামধনু সদৃশ জোট মানুষের ব্যাপক সমর্থন কুড়িয়ে নিতে পেরেছিল। এবারও আমরা নিজেদের মধ্যে অনুরূপ রাজনৈতিক সমঝোতা করেছি। আর এই আঁতাতের উদেশ্য একটাই কংগ্ৰেসকে হারানো’।

অগপ-বিজেপি আঁতাত নিয়ে একটা শ্ৰেণি যে সমালোচনার ঝড় তুলছে সে সম্পর্কে বরা বলেন,মুষ্টিমেয় কিছু লোক বিশেষ করে সোসিয়েল মিডিয়ায় আঁতাতের বিরুদ্ধে প্ৰচার চালাচ্ছে। কিন্তু এদের বেশির ভাগই কংগ্ৰেসের সমর্থক। অন্যান্য কিছু শক্তিও এই বিষয়টি নিয়ে সক্ৰিয় রয়েছে।

অগপ-বিজেপি জোট সম্পর্কে স্পষ্টীকরণ দিয়ে বরা উল্লেখ করেন অগপ-বিজেপির মধ্যে যে রাজনৈতিক গাঁটছড়া হয়েছে সেই সিদ্ধান্ত অগপ-র একদুজন নেতা নেননি।

অগপর স্ট্ৰ্যাটিজি সম্পর্কে বরা বলেন,তরুণ প্ৰজন্ম এবং তাদের নেতাদের বিশেষ গুরুত্ব দেওয়াও দলের লক্ষ্য। প্ৰবীণ এবং বরিষ্ঠ নেতাদের কাছ থেকে দল সবসময়ই পরামর্শ নেবে।

‘অগপ হচ্ছে একটা আঞ্চলিক দল। দলের বিধায়ক ও সাংসদরা সব সময়ই রাজ্যের ইস্যুগুলির প্ৰতি আলোকপাত করে এসেছেন। সংসদেও অগপ সাংসদরা রাজ্যের সমস্যাকে তুলে ধরেছেন। তাই অগপ থেকে সংসদে ফের প্ৰতিনিধি পাঠানো এই মুহূর্তে বিশেষ প্ৰয়োজন’।

ওদিকে অগপতে যোগ দিয়ে মণিমাধব মহন্ত পরে সাংবাদিকদের বলেন,‘কলিয়াবরের বর্তমান সাংসদ গত ৫ বছরে কেন্দ্ৰের উন্নয়নে তেমন কিছুই করেননি। তাই এবার কলিয়াবরের ভোটাররা ইতিমধ্যেই অগপকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে একটি সূত্ৰে জানা গেছে অগপ এবার কলিয়াবর লোকসভা কেন্দ্ৰে মণিমাধবকেই প্ৰার্থী করতে পারে। মণিমাধব অগপর কার্যনির্বাহী সভাপতি কেশব মহন্তের ছোট ভাই।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com