Begin typing your search above and press return to search.

রাজ্যে লোকসভা নির্বাচনে ৭,০৬,৪৮৯ নতুন ভোটার ভোট দেবেন

রাজ্যে লোকসভা নির্বাচনে ৭,০৬,৪৮৯ নতুন ভোটার ভোট দেবেন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  13 Feb 2019 11:59 AM GMT

গুয়াহাটিঃ লোকসভা নির্বাচন আয়োজনের জন্য রাজ্য নির্বাচন বিভাগ তাদের প্ৰস্তুতির কাজ ক্ৰমেই জোরদার করে তুলছে। ১৮ থেকে ১৯ বছর বয়সী ৭,০৬,৪৮৯ জন নতুন ভোটার এবার তাদের ভোটাধিকার প্ৰয়োগ করবে। এই সব নতুন ভোটারের নাম রাজ্যে সদ্য প্ৰকাশিত সচিত্ৰ ভোটার তালিকায় প্ৰকাশিত হয়েছে। একই সঙ্গে ভারতের নির্বাচন কমিশন(ইসিআই)এক নির্দেশিকায় বলেছে, কোনও নির্বাচনি অফিসারকে তার নিজের গৃহ জেলায় পোস্টিং না করতে এবং সেসব অফিসার(নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত)গত চার বছরের মধ্যে তিন বছরের বেশি সময় নির্দিষ্ট স্থানে কর্তব্য সম্পাদন করেছেন তাদের বদলির ব্যাপারটি সুনিশ্চিত করতে।

ইসিআই আরও নির্দেশ দিয়েছে এই সব অফিসারদের বদলি ও পোস্টিঙের বিষয়টি ২৮ ফেব্ৰুয়ারির মধ্যে সেরে ফেলতে। এব্যাপারে রাজ্য নির্বাচন বিভাগকে মার্চের প্ৰথম সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট ইসিআইকে দাখিল করতে বলা হয়েছে।

ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনু্যায়ী রাজ্য নির্বাচন বিভাগ ২০১৯ সালের চূড়ান্ত ভোটার তালিকা গত ৬ ফেব্ৰুয়ারি প্ৰকাশ করে।

সম্প্ৰতি প্ৰকাশিত চূড়ান্ত সচিত্ৰ ভোটার তালিকা অনু্যায়ী রাজ্যে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২,১৭,৬০,৬০৪ জন। এদের মধ্যে ১,১১,৩২,৭৮২ জন পুরুষ ভোটার এবং মহিলা ভোটার হলেন ১,০৬,২৭,৮২২ জন। বিগত ২০১৮ সালের ভোটার তালিকায় রাজ্যে ভোটার ছিলেন ২,১২,৪৭,৮৫৪ জন। তাই এই হিসেব অনু্যায়ী এবার ভোটার বেড়েছে-৫,১২,৭৫০ জন। রাজ্যে ভোটার বৃদ্ধির এই পরিমাণ হচ্ছে ২.৪২ শতাংশ।

Next Story
সংবাদ শিরোনাম