Begin typing your search above and press return to search.

রাজ্যে সিন্ডিকেটরাজ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে!

রাজ্যে সিন্ডিকেটরাজ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে!

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  4 Oct 2018 8:03 AM GMT

গুয়াহাটিঃ ২০১৬-র মে মাসে রাজ্যের ক্ষমতার রাশ কাঁধে তুলে নেওয়ার পরপরই বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার সিন্ডিকেটরাজের বিরুদ্ধে লড়াই চালানোর কথা দিয়েছিল। রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ দপ্তরের মন্ত্ৰী ফণীভূষণ চৌধুরী বিধানসভায় খোদ স্বীকার করেছিলেন রাজ্যে সিন্ডিকেটরাজের মাথাচাড়া দেওয়ার চেষ্টার কথা।

বিধানসভায় জিরো আওয়ারে কংগ্ৰেস বিধায়ক অজন্তা নেওগ বলেছেন,‘ভারতীয় জনতা যুব মোর্চার(বিজেওয়াইএম)-এর কিছু যুবক গোলাঘাট জেলায় পেঁয়াজ ও আলুর সিন্ডিকেটরাজ চালাচ্ছে। কিছুদিন আগে এই সব যুবকরা জেলায় পাইকারি ব্যবসায়ীদের কাছে প্ৰতিকিলো আলু বাবদ ২৫ পয়সা করে দাবি করে। অথচ এর আগে ওই জেলায় সিন্ডিকেটরাজের কোনও নামগন্ধ ছিল না। কিন্তু এসব জেনেও ওই সব যুবকদের বিরুদ্ধে সরকারকে কোনও ব্যবস্থা গ্ৰহণ করতে দেখা যায়নি। সিন্ডিকেট শুধু আলু,পেঁয়াজের মধ্যেই সীমাবদ্ধ নয়,জেলায় অন্যান্য আবশ্যক পণ্যের ক্ষেত্ৰেও সিন্ডিকেট থাবা বসাচ্ছে। জেলার সর্বস্তরের মানুষ সিন্ডিকেটরাজের বিরোধিতা করেছেন’।

এর জবাবে চৌধুরী বলেন,এটা সত্য যে কিছু যুবক গোলাঘাট জেলায় সিন্ডিকেটরাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। পাইকারি ব্যবসায়ীদের কাছে প্ৰতি কেজি আলু বাবদ তারা ২৫ পয়সা করে দাবি করছে। তবে এদের বিরুদ্ধে একটা মামলা রুজু করা হয়েছে। একজন যুবককে গ্ৰেপ্তারও করা হয়েছে। যেকোনও ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। কারণ সরকার সিন্ডিকেটরাজের সম্পূর্ণ বিরোধী-বলেন চৌধুরী।

Next Story
সংবাদ শিরোনাম