রাজ্যে স্থানীয় ভূমিহীনদের জমির পাট্টা বিতরণ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্ৰী

তেজপুরঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রবিবার শোণিতপুর জেলার ফুলবাড়ি টি এস্টেটে রাজ্যে ভূমিহীন আনুমানিক ১১,৫০০ স্থানীয় পরিবারের হাতে জমির পাট্টা ও জমি বরাদ্দের পত্ৰ তুলে দিয়ে পাট্টা বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন। স্থানীয় ভূনিহীনদের জমির অধিকার প্ৰদানে রাজ্য সরকারের প্ৰতিশ্ৰুতি পালনের অংশ হিসেবে জমির পাট্টা বিতরণের ব্যবস্থা করা হয়। বিভিন্ন জেলায় বিভিন্ন মন্ত্ৰীদের উপস্থিতিতে জমির পাট্টা প্ৰদান কর্মসূচির আয়োজন করা হয় এদিন।
এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী সোনোয়াল বলেন,রাজ্য সরকার স্থানীয় সব ভূমিহীন পরিবারকে পর্যায়ক্ৰমে জমির পাট্টা দেবে। তিনি বলেন,অসমে কয়েক দশক ধরে বসবাসকারী ব্যাপক সংখ্যক মানুষের জমির অধিকার না থাকাটা খুবই পরিতাপের বিষয়। তাই রাজ্য সরকার স্থানীয় ভূমিহীন মানুষকে জমির অধিকার দিতে গত আড়াই বছর ধরে রোড ম্যাপ প্ৰস্তুত করার চেষ্টা চালিয়ে আসছে। অসমের বৈচিত্ৰ্যময় জনবিন্যাসগত কাঠামোর প্ৰসঙ্গে সোনোয়াল বলেন,সব জনগোষ্ঠীই রাজ্যের উন্নয়নে হাত বাড়িয়ে দিয়েছে। চা সম্প্ৰদায়ের লোকেদের প্ৰশংসা করে সোনোয়াল বলেন,চা জনগোষ্ঠীর নিষ্ঠার জন্যই আজ বিশ্ব মানচিত্ৰে পরিচিত পেয়েছে অসমের চা।