রাজ্যে হিটলারি শাসন চলছে :তরুণ গগৈ

রাজ্যে হিটলারি শাসন চলছে :তরুণ গগৈ
Published on

"আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি-কে শুন্য করে পাঠাবে। অসম গন পরিষদ ,সি পি আই এম ,নির্দলীয়কে ভোট দিন ,কিন্তু এরাজ্য থেকে গেরুয়া দলটিকে এখন থেকে বিদায় দিতেই হবে। এরজন্য রাজ্যবাসী সম্পূর্ণ প্রস্তুত আছে। '---একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। শুক্রবার গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন ডেকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে তিনি বলেন ,বিজেপি দল বরাক-ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। এরজন্যই মুখ্যমন্ত্রীর মুখে এখন আর বরাক -ব্রহ্মপুত্র -পাহাড় -সমতলের ডায়লগ সোনা যায় না। অন্যদিকে ,রাজ্যের গৃহ বিভাগ হয়ে পড়েছে বলে মন্তব্য করতে গিয়ে ওই বরিষ্ঠ নেতা বলেন ,পশ্চিম বংগ-এর নিরাপত্তা উপদেষ্টা আনার মতো পরিস্থিতি হয়েছে।। অসমে আর কি মানুষ ছিল না বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন ,সনোয়াল এখন অন্যত্র থেকে আনার পরিস্থিতি হয়েছে। রাম মাধবকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা করতে পারতেন। অন্যদিকে ,বিজেপি এখন রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায় ,বিজেপি-কে যারা ভোট দিয়েছেন তাঁরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন এর পরিনাম। ক্ষমতার অপব্যবহার করছে। হিটলারি আদর্শ অনুসরণ করছে সরকার। দমন নীতি চালাচ্ছে তাঁরা। এরজন্যই বিশিষ্ট বুদ্ধিজীবী হীরেন গোহাঁই-এর বিরুদ্ধে মামলা হওয়াটা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করে গগৈ জানান ,তিনি দেশদ্রোহী মন্তব্য করেননি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com