রাজ্যে ১৩৭৩ জন কনস্টেবল নিয়োগ করল সরকার

রাজ্যে ১৩৭৩ জন কনস্টেবল নিয়োগ করল সরকার
Published on

গুয়াহাটিঃ অসম পুলিশে ১৩৭৩ জন কনস্টেবল নিয়োগ করা হয়েছে। মহানগরীর পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠে শুক্ৰবার আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল নবনিযুক্ত কনস্টেবলদের হাতে নিয়োগপত্ৰ তুলে দেন। অসম পুলিশের সশস্ত্ৰ শাখায় এই কনস্টেবলদের নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্ৰী সভায় বলেন,বিভিন্ন পর্যায়ে আরও ৬০০০ জন কর্মী নিয়োগের প্ৰক্ৰিয়া চলছে। সোনোয়াল বলেন,গত দুবছরে অসম পুলিশের প্ৰতি মানুষের ধারণা অনেক বদলেছে। এই পরিবর্তন ইতিবাচক বলে উল্লেখ করেন সোনোয়াল। পুলিশের প্ৰতি মানুষের আস্থা বাড়াতে তিনি পুলিশ কর্মীদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com