
গুয়াহাটিঃ ইসলাম ধর্মাবলম্বী মানুষ বুধবার পরম্পরাগত প্ৰথায় সারা রাজ্যে ইদ-উজ-জোহা পালন করেন। রাজ্যের বিভিন্ন মসজিদ ও ইদগাহগুলিতে ইদের নামাজ পাঠ করা হয়। মহানগরী গুয়াহাটির মাছখোয়া ইদগাহ ও অন্যান্য মসজিদ ও নির্দিষ্ট স্থানে নামাজ পাঠের আয়োজন করা হয়েছিল। ইদের নামাজ পাঠ শেষে মুসলমান ভাইরা পরস্পরকে আলিঙ্গন করে ইদের শুভেচ্ছা বিনিময় করেন। অসমের রাজ্যপাল জগদীশ মুখি ইদের শুভেচ্ছা জানিয়ে বলেন,ইদ-উজ-জোহা রাজ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সাম্প্ৰদায়িক সম্প্ৰীতির বন্ধন আরও মজবুত করবে। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বলেন,মানবিক মূল্যবোধকে ঊর্ধ্বে তুলে ধরতে সাহায্য করবে এই উৎসব। অগপ,বিজেপি এবং সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)জনগণকে ইদের শুভেচ্ছা জানিয়েছে।