রাজ্য বিধানসভায় ২০১৯-২০ বর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্ৰী

রাজ্য বিধানসভায় ২০১৯-২০ বর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্ৰী
Published on

গুয়াহাটিঃ অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বুধবার ২০১৯-২০ সালের রাজ্য বাজেট বিধানসভায় দাখিল করলেন। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের এটা চতুর্থ বাজেট। ১,১৯৩ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন অর্থমন্ত্ৰী। ধুতি,পাঞ্জাবি পরে খাটি অসমিয়া বেশে এদিন বাজেট পেশ করেন মন্ত্ৰী শর্মা। তাঁর বাজেট বক্তৃতার মূল বিষয়গুলির প্ৰতি নিচে আলোকপাত করা হলো।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com