Begin typing your search above and press return to search.

রাজ্য সরকার স্থানীয় মানুষের স্বার্থ রক্ষায় ব্যর্থঃ তরুণ গগৈ

রাজ্য সরকার স্থানীয় মানুষের স্বার্থ রক্ষায় ব্যর্থঃ তরুণ গগৈ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  23 Oct 2018 10:07 AM GMT

গুয়াহাটিঃ বিতর্কিত নাগরিক সংশোধনী বিল পাসের মাধ্যমে অসমে বিদেশিদের আস্তানা গাড়ার সু্যোগ করে দিতে বিজেপি সরকারের প্ৰয়াসকে প্ৰতারণার অংশ হিসেবে অভিহিত করলেন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ। বিতর্কিত বিলটি সংসদে পেশ করতে কেন্দ্ৰীয় সরকারের প্ৰস্তাব এবং ইস্যুটি নিয়ে যৌথ সংসদীয় কমিটির(জেপিসি)মঙ্গলবার ডাকা গুরুত্বপূর্ণ বৈঠকের প্ৰতিবাদে ৪১টি স্থানীয় সংগঠনের ডাকা অসম বনধের একদিন আগে ওই মন্তব্য করেন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী। নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ সমর্থন করে রাজ্য সরকার স্থানীয় মানুষের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গগৈ দিশপুরে সাংবাদিকদের বলেন,‘জাতি,মাটি,ভিত্তি রক্ষার বড়বড় প্ৰতিশ্ৰুতি দিয়ে ২০১৬-র বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসে এই সরকার। কিন্তু এখন পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে যে যদি বিলটি পাস হয়ে যায় তাহলে অসমিয়া মানুষকে নিশ্চিতভাবে জাতি,মাটি,ভিত্তি হারাতে হবে’। বিতর্কিত বিল বাতিলের দাবিতে জাতীয় সংগঠনগুলির ডাকা বনধের প্ৰতি দলের পূর্ণ সমর্থন রয়েছে বলে তরুণবাবু উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন,‘বর্তমান রাজ্য সরকার আজকের তারিখ পর্যন্ত অত্যন্ত অযোগ্য সরকার’। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী আরও বলেন,নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ যদি পাস হয় তাহলে জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)বর্জ্য কাগজে পরিণত হবে।

গগৈ আরও বলেন,একদিকে সুপ্ৰিমকোর্টের তদারকিতে যখন এনআরসি নবায়নের কাজ চলছে,সেই সময় অন্যদিকে রাজ্য সরকার নাগরিক বিল পাস করিয়ে বিদেশিদের অসমে সংস্থাপনের চেষ্টা করছে। এনআরসি সম্পর্কে গগৈ বলেন,‘আমি ব্যক্তিগতভাবে মনে করি,২০১৬-র ভোটার তালিকাই এনআরসির ভিত্তি হওয়া উচিত। এটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে বর্তমান বিধায়করা এই ভোটার তালিকার মাধ্যমেই নির্বাচিত হয়ে এসেছেন রাজ্য বিধানসভায়।

Next Story
সংবাদ শিরোনাম