Begin typing your search above and press return to search.

রানি অঞ্চলে বুনো হাতির উপদ্ৰব,তটস্থ কৃষকরা

রানি অঞ্চলে বুনো হাতির উপদ্ৰব,তটস্থ কৃষকরা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 Oct 2018 10:35 AM GMT

গুয়াহাটিঃ কামরূপ জেলার অসম-মেঘালয় সীমান্তের রানি এলাকার গ্ৰামবাসীরা বুনো হাতির হামলার ভয়ে এক মাসেরও বেশি সময় ধরে জেগে রাত কাটাচ্ছেন। হাতিরা ওই এলাকায় ঢুকে কৃষকদের উৎপাদিত ফসল নষ্ট করছে। এলাকার কৃষক দীনেশ নাথং,প্ৰবীণ দাস,সবিন রাভা,বিকাশ দাস ও অন্যান্যরা বলেছেন,তিনটি বুনো হাতি এক মাসেরও বেশি সময় ধরে এলাকায় রীতিমতো ত্ৰাস সৃষ্টি করে চলেছে। ধ্বংস করছে খেতের ফসল। ক্ষতিগ্ৰস্ত গ্ৰামগুলো হচ্ছে মইরামপুর,পাতনাগ,পাথালোদিয়া,মাঝপাড়া,মাকিকপুর,বেলগুরি,উদয়পুর ইত্যাদি। কৃষকরা বলেছেন তিনটি হাতি এলাকাগুলিতে যখন তখন হানা দিচ্ছে এবং নষ্ট করছে খেতের ফসল। গ্ৰামবাসীরা এব্যাপারে বন বিভাগকে অবগত করিয়েছেন। মাচাং বেঁধে ফসল পাহারা দিচ্ছেন কৃষকরা। কৃষকরা হাতির আক্ৰমণ থেকে জীবন,সম্পত্তি ও ফসল বাঁচাতে স্থানীয় বিধায়ক রমেন্দ্ৰ নারায়ণ কলিতাকে বিহিত ব্যবস্থা গ্ৰহণের অনুরোধ জানিয়েছেন।

Next Story
সংবাদ শিরোনাম