রাফালে চুক্তি নিয়ে কং অভিযোগ উড়িয়ে দিলেন নির্মলা

রাফালে চুক্তি নিয়ে কং অভিযোগ উড়িয়ে দিলেন নির্মলা
Published on

নয়াদিল্লিঃ রাফালে ডিলে রাজকোষের ৪০,০০০ কোটি টাকা লোকসানের যে অভিযোগ কংগ্ৰেসে এনেছে তা অবাঞ্ছিত বলে উড়িয়ে দিলেন প্ৰতিরক্ষামন্ত্ৰী নির্মলা সীতারমন। তিনি বলেন,ফান্স থেকে ফাইটার জোট কেনা নিয়ে সরকারি সিদ্ধান্তে কোনও ভুলচুক,কেলেংকারি ঘটেনি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com