
রাফাল মামলায় একটি বিস্ফোরক অডিও ক্লিপ প্রকাশ্যে নিয়ে এল জাতীয় কংগ্রেস। অডিও ক্লিপটি প্রকাশের পর কংগ্রসের তরফে অভিযোগ করা হয়েছে, এই চুক্তি সংক্রান্ত বেশ কিছু নথি গোপন করেছেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। গোয়ার এক বিজেপি মন্ত্রীই এই মন্তব্য করেছেন বলে অভিযোগ কংগ্রেসের।
এ দিন লোকসভাতেই রাফাল প্রসঙ্গ তোলেন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী।কংগ্রেসের প্রকাশ্যে নিয়ে আসা ওই অডিও ক্লিপটিকে মিথ্যা বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। একই ভাবে লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন জানিয়েছেন, এই টেপের সত্যতার দায় নিতে হবে রাহুল গান্ধীকেই।কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, অডিওতে শোনা গলার কণ্ঠস্বরটি গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ পি রাণে। কংগ্রেসের অভিযোগ, প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করের কাছে রাফাল সংক্রান্ত বেশ কিছু গোপন নথি রয়েছে। ওই অডিও ক্লিপটিতে গোয়ার মন্ত্রী বিশ্বজিত পি রানের মুখে সে সব কথাই বলতেও শোনা গেছে। অবশ্য বিশ্বজিৎ অডিও ক্লিপটিকে নকল বলে দাবি করেছেন।