রাফেল যুদ্ধ বিমান প্ৰসঙ্গে কংগ্ৰেসের সমালোচনায় যোগী আদিত্যনাথ

‘কংগ্ৰেস দল দেশ জুড়ে মিথ্যার আশ্ৰয় নিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্ৰচার চালাচ্ছে। এর জবারে সুপ্ৰিম কোর্ট রাফেল নিয়ে রায় দিয়েছে সরকারের পক্ষেই। তবুও কংগ্ৰেস অধ্যক্ষ রাহুল গান্ধী আদালতকে অবমাননা করছেন।’ এভাবেই সোমবার গুয়াহাটিতে মন্তব্য করলেন উত্তর প্ৰদেশের মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথ। এদিন গুয়াহাটির স্টাফ এডমিনিস্ট্ৰেটিভ কলেজে সাংবাদিক সম্মেলন ডেকে রাফের যুদ্ধ বিমান নিয়ে কংগ্ৰেস দলের ভূমিকাকে সমালোচনা করে তিনি বলেন,কংগ্ৰেস দল ও নেতৃত্ব দেশের সুরক্ষা নিয়ে ছিনিমিনি করছে। বলেন,একশটি মিথ্যা বলেও রাফেল বিমান ক্ৰয়কে কেন্দ্ৰ করে কংগ্ৰেস যেভাবে রাজনীতি করেছিল,সেটা বিফল হয়েছে।
প্ৰসঙ্গক্ৰমে তিনি বলেন,একশটি মিথ্যা বললে সেটা সত্য বলে মনে হয়। কিন্তু রাফেল নিয়ে কংগ্ৰেস যতই মিথ্যা বলুক না কেন কোনও লাভ হবে না। জনগণের সামনে মিথ্যাবাদী দল হিসেবে ফের পরিচিতি পেল বিরোধীদলটি। তার কথা,রাহুল গান্ধী ও তাঁর কোম্পানী বিজেপি সরকারের বিরুদ্ধে নানান অপপ্ৰচার চালাচ্ছে। যদিও কংগ্ৰেসের মিথ্যাচার জনগনের সামনে তুলে ধরলো দেশের সর্বোচ্চ আদালত। কার্গিল যুদ্ধের পর সেনার আধুনিকীকরণের প্ৰস্তাবের ওপর ভিত্তি করে কংগ্ৰেস কোনও পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করে যোগী বলেন,২০০৭ সাল থেকে ২০১৪সাল পর্যন্ত কোনও সিদ্ধান্তই গ্ৰহণ করলো না কংগ্ৰেস। দেশের সুরক্ষার জন্য কংগ্ৰেস কিছুই করেনি বলে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করে তিনি বলেন,এরজন্য দেশবাসীর কাছে কংগ্ৰেসের ক্ষমা চাওয়া উচিত। উল্লেখ্য,এদিন গুয়াহাটিতে উপস্থিত হওয়ার পর তিনি কামাখ্যা মন্দির দর্শন করেন। এরপর লক্ষ্ণৌ চলে যান।