রাভা হাসং,সোনোয়াল কছারি ও মিসিং স্বশাসিত পরিষদের নির্বাচন ২১ জানুয়ারি

রাভা হাসং,সোনোয়াল কছারি ও মিসিং স্বশাসিত পরিষদের নির্বাচন ২১ জানুয়ারি
Published on

গুয়াহাটিঃ রাভা হাসং স্বশাসিত পরিষদ(আরএইচএসি),সোনোয়াল কছারি স্বশাসিত পরিষদ(এসকেএসি)এবং মিসিং স্বশাসিত পরিষদের(এমএসি)নির্বাচনের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। এই তিনটি স্বশাসিত পরিষদের নির্বাচন হচ্ছে আগামি ২১ জানুয়ারি। এরআগে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন(এনসিএইচএসি)১৯ জানুয়ারি ধার্য করার কথা ঘোষণা করা হয়েছিল।

শুক্ৰবার তিনটি স্বশাসিত পরিষদের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে রাজ্যের নির্বাচন কমিশনার(এসইসি)এইচএন বরা সংবাদ মাধ্যমকে বলেন,সংশ্লিষ্ট স্বশাসিত পরিষদ এলাকায় শুক্ৰবার থেকেই নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে। মনোনয়নপত্ৰ দাখিলের শেষ দিন ধার্য হয়েছে ১১ জানুয়ারি। ১২ জানুয়ারি মনোনয়নপত্ৰ পরীক্ষা করা হবে। প্ৰার্থিত্ব প্ৰত্যাহারের শেষদিন ধার্য করা হয়েছে ১৪ জানুয়ারি। ২১ জানুয়ারি সকাল ৭টা থেকে তিনটি স্বশাসিত পরিষদে ভোটগ্ৰহণ করা হবে এবং চলবে বিকেল ৩টা পর্যন্ত।

২৮ জানুয়ারি সকাল ৮টা থেকে চলবে ভোটগণনা। নির্বাচনী প্ৰচারে খরচের খতিয়ান সম্পর্কে বরা বলেন,আরএইচএসি এবং এমএসি-র প্ৰত্যেক প্ৰার্থী ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। এসকেএসি-র একজন প্ৰার্থী খরচ করতে পারবেন ১.১০ লক্ষ টাকা। রাভা হাসং স্বশাসিত পরিষদে মোট ভোটকেন্দ্ৰ থাকছে ৫৫৬টি এবং ৩৬টি কেন্দ্ৰে প্ৰায় ৪ লক্ষ ভোটার ভোটাধিকার প্ৰয়োগ করবেন। এমএসিতে থাকছে ৯৬৭টি ভোট কেন্দ্ৰ। এমএসি-র ৩৬টি কেন্দ্ৰে ভোটার রয়েছেন প্ৰায় ৪ লক্ষ। ওদিকে সোনোয়াল কছারি স্বশাসিত পরিষদে(এসকেএসি)ভোট কেন্দ্ৰ ৩২৩ টি এবং ২৬টি কেন্দ্ৰে ভোট দেবেন ২.৫ লক্ষ ভোটার।

গোয়ালপাড়া এবং কামরূপের ভূখণ্ড রয়েছে রাভা হাসং স্বশাসিত পরিষদের এক্তিয়ারে। সোনোয়াল কছারি স্বশাসিত পরিষদের এক্তিয়ারভুক্ত এলাকাগুলি হলো তিনসুকিয়া,ডিব্ৰুগড়,শিবসাগর,তিতাবর,গোলাঘাট.লখিমপুর,ধেমাজি ও জোনাই। এমএসি-র এক্তিয়ারভুক্ত রয়েছে ধেমাজি,লখিমপুর,শোণিতপুর,ঢকুয়াখানা,গহপুর,গোলাঘাট,্যোরহাট.মাজুলি.শিবসাগর,ডিব্ৰুগড় ও তিনসুকিয়ার কিছু এলাকা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com