
গুয়াহাটিঃ অসম সত্ৰ মহাসভা পতঞ্জলি যোগপীঠের নির্দেশক সীতানাথ বরালের বিরুদ্ধে সোমবার দিশপুর থানায় একটি এফআইআর দাখিল করেছে। বরাল সম্প্ৰতি দরঙে শ্ৰীমন্ত শঙ্করদেবের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার প্ৰেক্ষিতেই সত্ৰ মহাসভার এই এফআইআর। একইসঙ্গে মহাসভা পতঞ্জলির সহ প্ৰতিষ্ঠাতা বাবা রামদেবকে যত তাড়াতাড়ি সম্ভব অসমের মানুষের কাছে ক্ষমা চাওয়ার দাবি করেছে। অন্যথায় মহাসভা রাজ্যে পতঞ্জলির ব্যবসা প্ৰতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়ে পড়বে।
উল্লেখ্য,গত ২৪-২৮ সেপ্টেম্বর দরঙের ভেরুয়া গ্ৰামে অনুষ্ঠিত পাঁচদিনের এক যোগ শিবিরে শঙ্করদেব একজন মহান পণ্ডিত নন বলে সীতানাথ মন্তব্য করেছিলেন বলে রিপোর্টে প্ৰকাশ। ‘কীর্তন ঘোষা’-র তেমন কোনও গুরুত্ব নেই এবং নামঘরে শুধু শুধুই প্ৰদীপ জ্বালানো হচ্ছে-এমন মন্তব্যও করেছিলেন সীতানাথ। এরপরই রাজ্যে প্ৰতিবাদের ঝড় ওঠে এবং সীতানাথ শিবির ছেড়ে পালিয়ে যান। সীতানাথের এই মানহানিকর মন্তব্যের তুমুল সমালোচনাও হয় রাজ্যে। মহাসভার সাধারণ সম্পাদক কুসুম মহন্ত বলেন,ব্যবসা সম্প্ৰসারণের জন্য পতঞ্জলি যোগপীঠকে রাজ্যে কয়েক হাজার একর জমি বরাদ্দ করা হয়েছে। তাই অসমের মানুষের বিরুদ্ধে এধরনের আচরণ আমরা কিছুতেই সহ্য করবো না’-বলেন তিনি। দোষী ব্যক্তিকে গ্ৰেপ্তার করে শাস্তি দেওয়ারও দাবি জানান মহন্ত।