রামমন্দির নির্মাণে অবিলম্বে আইন প্ৰণয়নের আর্জি ভিএইচপি-র

রামমন্দির নির্মাণে অবিলম্বে আইন প্ৰণয়নের আর্জি ভিএইচপি-র
Published on

নয়াদিল্লিঃ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্ৰীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করে বিশ্ব হিন্দু পরিষদ(ভিএইচপি)শুক্ৰবার অযোধ্যায় রাম মন্দির নির্মাণে সংসদ অবিলম্বে আইন প্ৰণয়ন করার দাবি জানিয়েছে। ভিএইচপি বলেছে,অযোধ্যা নিয়ে সুপ্ৰিমকোর্টের রায়ের অপেক্ষায় অনির্দিষ্টকালের জন্য তারা বসে থাকতে পারবে না। সুপ্ৰিমকোর্ট রাম মন্দির ইস্যু নিয়ে এমাসের শেষাশেষি শুনানির সিদ্ধান্ত নেওয়ার প্ৰেক্ষিতে সাধু-সন্তরা দিনব্যাপী এবিষয়ে আলোচনা করার একদিন পরই ভিএইচপি ওই দাবি জানালো। সন্তদের একটি প্ৰতিনিধি দল শুক্ৰবার রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে লক্ষ লক্ষ রাম ভক্তের অনুভূতি ও ভাবাবেগ সম্পর্কে তাঁকে অবহিত করেন। অযোধ্যায় রামের জন্মভূমিতে বিশাল রামমন্দির নির্মাণে একটি আইন প্ৰণয়নের জন্য রাষ্ট্ৰপতিকে অনুরোধ জানান তারা।।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com