Begin typing your search above and press return to search.

রাশিয়ার সঙ্গে মিসাইল চুক্তি স্বাক্ষর করলো ভারত

রাশিয়ার সঙ্গে মিসাইল চুক্তি স্বাক্ষর করলো ভারত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  6 Oct 2018 7:43 AM GMT

নয়াদিল্লিঃ আমেরিকার চোখ রাঙানির তোয়াক্কা না করে ভারত শুক্ৰবার বহু প্ৰতীক্ষিত এস-৪০০ মিসাইল সরবরাহ করা নিয়ে রাশিয়ার সঙ্গে এক ঐতিহাসিক চুক্তি সই করলো। স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্ৰ ভারতের হাতে এলে ভারতীয় বিমান বাহিনীর প্ৰতিরক্ষা ব্যবস্থা চাঙ্গা হয়ে উঠবে। ভারত-রাশিয়া ১৯তম দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে রুশ রাষ্ট্ৰপতি ভ্লাদিমির পুতিন উচ্চ পর্যায়ের একটি প্ৰতিনিধিদল নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লি এসে পৌঁছন। চুক্তি স্বাক্ষরের আগে এদিন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ও রুশ রাষ্ট্ৰপতি পুতিন এক গুরুত্বপূর্ণ বৈঠকেও মিলিত হন। দুদেশের মধ্যে এদিন ৫.৪ বিলিয়ন(প্ৰায় ৪০ হাজার কোটি)টাকার চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর নিয়ে পুতিন ও মোদি সাংবাদিকদের কাছে বিবৃতি দেওয়ার সময় বিশেষ কিছু উল্লেখ করেননি পরিস্থিতির গুরুত্বের কথা বিবেচনা করে। কারণ,মার্কিন যুক্তরাষ্ট্ৰ আগে থেকেই হুমকি দিয়ে রেখেছে রাশিয়ার সঙ্গে এস-৪০০ মিসাইল চুক্তি সই করলে ভারতকে অবরোধের মুখে পড়তে হবে। এদিন দুদেশের মধ্যে আরও ৮টি চুক্তি স্বাক্ষরিত হয়। মহাকাশ সহযোগিতা,রেলওয়ে,পরমাণু সহযোগিতা, সার ও মাইক্ৰো,ক্ষুদ্ৰ ও মাঝারি উদ্যোগ নিয়ে-বাকি চুক্তিগুলি স্বাক্ষরিত হয় উভয় রাষ্ট্ৰনেতার উপস্থিতিতে। মোদি এবং পুতিন এদিন বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়েও কথা বলেছেন। পুতিন আগামি ২০১৯-এর সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ভ্লাডিভোস্টক ফোরামের বৈঠকে প্ৰধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য প্ৰধানমন্ত্ৰী মোদিকে আমন্ত্ৰণ জানিয়েছেন।

Next Story
সংবাদ শিরোনাম