রাষ্ট্ৰের স্বার্থে ‘মোদি সরকারকে’ ফের ক্ষমতায় বসানোর আহ্বান অমিতের

রাষ্ট্ৰের স্বার্থে ‘মোদি সরকারকে’ ফের ক্ষমতায় বসানোর আহ্বান অমিতের
Published on

যোরহাট/নগাঁওঃ ভারতীয় জনতা পার্টির(বিজেপি)সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বৃহস্পতিবার যোরহাট ও নগাঁওয়ে দলীয় প্ৰার্থীর হয়ে নির্বাচনী সমাবেশে প্ৰচার চালান। যোরহাটে ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ৰীড়াঙ্গনে আয়োজিত নির্বাচনী সভায় প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি সম্পর্কে অপরিণত মন্তব্য করায় কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধীর কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে তিনি মোদি সরকারকে ফের ক্ষমতায় বসাতে জনগণের প্ৰতি আহ্বান জানান। শাহ বলেন,কংগ্ৰেস গত ৭০ বছরে যা করতে পারেনি মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার গত পাঁচ বছরে তা করে দেখিয়েছে। এই সময়ের মধ্যে এনডিএ সরকার সাধারণ মানুষের জন্য ১৩৩টি স্কিম রূপায়ণ করেছে-উল্লেখ করেন শাহ।

এদিকে,শাহ এদিন কলিয়াবরে ড. টি আও স্টেডিয়ামে আয়োজিত এক সমাবেশে বিজেপির শরিক অগপ প্ৰার্থী মণিমাধব মহন্তের পক্ষেও প্ৰচার চালান। তিনি বলেন,কংগ্ৰেস দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও দেশের সীমান্ত সুরক্ষায় কোনও পদক্ষেপ নেয়নি। বিশেষ চাটার্চ কপ্টারে তিনি যোরহাটে গিয়ে পৌঁছন। যোরহাটে দলীয় প্ৰার্থী তপন কুমার গগৈর হয়ে প্ৰচার চালান তিনি। সর্বানন্দ সোনোয়াল,নেডার আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা,রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিৎ দাস,অগপ সভাপতি অতুল বরা,যোরহাটের বর্তমান সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসা,যোগেন মহন্ত,রেণুপমা রাজখোয়া,প্ৰদীপ হাজরিকা এবং অন্যান্য দলীয় নেতারা উপস্থিত ছিলেন সভায়। বিজেপি-র শাসনকালে উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে অসমের প্ৰভূত উন্নতি হয়েছে। ব্ৰহ্মপুত্ৰের উপর এশিয়ার দীর্ঘতম বগিবিল সেতু মোদির আমলেই সম্পূর্ণ হয়েছে। সমাজের দরিদ্ৰ থেকে দরিদ্ৰতম মানুষের জীবনে আশার আলো ফুটেছে-বলেন শাহ। আয়ুষ্মান ভারত যোজনার ফলে ব্যাপক সংখ্যক সাধারণ মানুষ স্বাস্থ্য ক্ষেত্ৰে উপকৃত হয়েছেন। তিনি যোরহাটের বিজেপি প্ৰার্থী তথা রাজ্যের মন্ত্ৰী তপন কুমার গগৈকে ভোট দিয়ে জয়যুক্ত করে কেন্দ্ৰে মোদির নেতৃত্বে ফের সরকার গড়ার সু্যোগ দিতে ভোটারদের প্ৰতি আহ্বান জানান।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com