দিল্লিগামী নিউ ফারাক্কা এক্সপ্ৰেস আজ সকালে উত্তর প্ৰদেশের রায়বেরিলিতে লাইনচ্যুত হওয়ায় কমপক্ষে ৭ জন যাত্ৰীর মৃত্যু হয়। আহত হন প্ৰায় ৩০ জন। সকাল ৬.০৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রায়বেরিলির হরচান্দপুর রেল স্টেশনের কাছে নিউ ফারাক্কা এক্সপ্ৰেসের ৮টি বগি বেলাইন হয়। পশ্চিমবঙ্গের মালদা টাউন থেকে দিল্লির উদ্দেশে পাড়ি দিয়েছিল ট্ৰেনটি।
লখনৌ ও বারাণসী থেকে ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সের(এনডিআরএফ)দল অকুস্থলে ছুটে গিয়েছে দুর্ঘটনাগ্ৰস্তদের উদ্ধারে। ট্ৰেনের আহত যাত্ৰীদের ইতিমধ্যেই উদ্ধার করে প্ৰয়োজনীয় চিকিৎসা সাহায্য দেওয়া হয়েছে। মুঘলসরাইয়ে দীনদয়াল উপাধ্যায় জংশনে ইমারজেন্সি হেল্পলাইন নম্বরের ব্যবস্থা করা হয়েছে। যে স্থানে ট্ৰেন বেলাইন হয়েছে সেই স্থানটি ঘিরে রাখার ব্যবস্থা করেছে প্ৰশাসন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্ৰকাশ করেছেন জনৈক সরকারি কর্মকর্তা।