
রেল স্টেশন,কোচে ব্যবহারের অযোগ্য পানীয় জল সরবরাহের অভিযোগ উঠেছে ভারতীয় রেলের বিরুদ্ধে। গত পাঁচ বছর ধরে জলের মান উন্নতির কোনও ব্যবস্থা করা হয়নি। এব্যাপারে সেন্টার ফর পাবলিক ইনটারেস্ট লিটিগেশন(সিপিআইএল)রেলের বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট একটি পিটিশন দাখিল করেছে। ২০১২ সালে পরীক্ষার পর জলে মোট কলিফর্ম ব্যাক্টেরিয়া(টিসিবি)পাওয়া গিয়েছিল ১০ শতাংশ। ১৭-১৮ বর্ষে টিসিবি-র পরিমাণ বেড়ে যায়। রেল অবশ্য জল শোধনে তাদের অপারগতার কথা স্বীকার করেছে। সিপিআইএল নির্ধারিত সময়ের মধ্যে প্ৰতিরোধমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করেছে রেলকে।