লংকায় শিশুকন্যা ধর্ষিতা,অভিযুক্ত গ্ৰেপ্তার

লংকায় শিশুকন্যা ধর্ষিতা,অভিযুক্ত গ্ৰেপ্তার
Published on

হোজাই জেলার লংকায় ফের ঘটলো ধর্ষণের ঘটনা। পাঁচ বছরের একটি শিশু কন্যাকে ধর্ষণ করে লংকা পুলিশের হাতে গ্ৰেপ্তার হলো নরপিশাচ রূপী ওই লম্পট। ধৃত অভিযুক্তের নাম বিভাস দাস বলে জানা গিয়েছে। লংকার পাঞ্জাবি বস্তিতে ঘটে এই নারকীয় ঘটনা।

পাঞ্জাবি বস্তির ওই কামুক লম্পট পুজোর বিজয়া দশমীর দিন সন্ধ্যায় ঘরের কাছে থাকা ওই শিশুটিকে নিয়ে গিয়ে তার অসৎ কামনা চরিতার্থ করেছিল। পরে শিশুটি অসুস্থ হয়ে স্কুলে যেতে না পেরে পরিবারের লোকেদের ওই ঘটনার কথা খুলে বলে। এরপরই শিশুটির পরিবার লংকা থানায় অভিযুক্ত লোকটির বিরুদ্ধে মামলা রুজু করেন। ওই রাতেই লংকা পুলিশ বিভাসকে তার ঘর থেকে গ্ৰেপ্তার করে। বর্তমানে পুলিশ লম্পটটিকে জেরা করছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com