লখিমপুরে পোষা হাতির আক্ৰমণে হত মাহুত

লখিমপুরে পোষা হাতির আক্ৰমণে হত মাহুত
Published on

উত্তর লখিমপুর শহরের মইদামিয়ায় রবিবার পোষা হাতির আক্ৰমণে প্ৰাণ গেল এক মাহুতের। দুটো পোষা হাতি নিয়ে চার মাহুত গহপুর থেকে লখিমপুরের বরহাকারায় যাচ্ছিলেন। তখনই এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ১৫নং জাতীয় সড়ক ধরে যাবার সময় একজন মাহুত হাতির সঙ্গেই হাঁটছিলেন,বাকিরা ছিলেন হাতির পিঠে। ওই সময় হঠাৎ ক্ষেপে গিয়ে একটি হাতি হেঁটে যাওয়া মাহুতকে তেড়ে আসে। হাতির পিঠে সওয়ার অন্য মাহুতটি ছিটকে পড়েন। ২ মাহুত দৌড়ে একটি গাড়িতে ঢুকে পড়েন। ক্ষিপ্ত হাতি পিছু তাড়া করে ওই বাড়িতে ঢুকে একজন মাহুতকে হিঁচড়ে এনে পা দিয়ে পিষে মারে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com