লখিমপুরঃ লখিমপুর জেলার হারমুতিতে বুধবার বুনো হাতির আক্ৰমণে এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনায় প্ৰকাশ,হাতিটি জনৈক সহদেব বর্মন(৩৬)নামের এক যুববকে পা দিয়ে পিষে মারে। সহদেব ওই দিন রাত ৯টা নাগাদ দইমুখ আইওসি থেকে হারমুতি ফরেস্ট রেঞ্জের দহঘরিয়া দিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় হাতিটি তাকে আক্ৰমণ করে। সাম্প্ৰতিককালে রাজ্যের বিভিন্ন লোকালয়ে বুনো হাতি ত্ৰাস চালাচ্ছে। বনাঞ্চল উজাড় হওয়ায় হাতিরা খাদ্যের খোঁজে লোকালয়ে হানা দিচ্ছে,মানুষের জীবন কেড়ে নেওয়া ছাড়াও খেত ও ঘরবাড়ি ধ্বংস করছে। লখিমপুরে হাতির হানার নিহত সহদেবের মৃতদেহ পুলিশ বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
Begin typing your search above and press return to search.