Begin typing your search above and press return to search.
লখিমপুরে সড়ক অবরোধ এসিওয়াইএ-র

লখিমপুর জেলার ব্যস্ততম কেবি রোডের ভাঙাচোরা অবস্থার জন্য জনগণকে চরম যাতনা ভুগতে হচ্ছে। জেলা প্ৰশাসন,রাজ্যসরকার ও সংশ্লিষ্ট বিভাগ সাধারণ মানুষের দুর্দশা দেখেও সড়ক মেরামতিতে কোনও গুরুত্ত্বই দেয়নি। এদিকে রঙা নদীর বন্যায় গত বছর বাঁধটির ভেঙে যাওয়া অংশ আজ অবধি মেরামত করা হয়নি। এরই প্ৰতিবাদে এণ্টি করাপশন ইয়ুথ অসম(এসিওয়াইএ)জনগণের সহযোগিতায় বৃহস্পতিবার কে বি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। তারা পথ ও বাঁধ না সারানোয় সরকারের সমালোচনা করে।
Next Story