Begin typing your search above and press return to search.
লেঙেরিজান চা বাগানে খাঁচাবন্দি চিতা

নাহরকটিয়াঃ নাহরকটিয়ার লেঙেরিজান চা বাগানে মঙ্গলবার একটি চিতা খাঁচাবন্দি হয়। তিন-চারটেয় চিতা বেশ কিছুদিন ধরে লেঙেরিজান বাগান এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। বাগান কর্তৃপক্ষ যথাসময়ে বিষয়টি বন বিভাগকে জানিয়েছিলেন। কিন্তু তারা কোনও গুরুত্ব দেয়নি।
বাঘের আক্ৰমণে এলাকায় গবাদি নিহত হওয়ার খবর সংবাদপত্ৰে প্ৰকাশিত হওয়ার পর বন বিভাগের টনক নড়ে। এরপরই বন বিভাগ লেঙেরিজান বাগানে একটি খাঁচা পেতে রাখে। মঙ্গলবার রাত সাড়ে সাতটা নাগাদ ওই এলাকার দেবুপম হাজরিকা নামের একটি ছেলে খাঁচায় একটি চিতাকে আটকে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে বন বিভাগ ও পুলিশকে খবর দেওয়া হয়। নাহরকটিয়া থানার অফিসার ইনচার্জ ভাস্কর শইকিয়া এবং নামরূপের ডিএসপি কুলপ্ৰদীপ ভট্টাচার্য সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় মানুষের সাহা্য্যে খাঁচাবন্দি চিতাকে অন্যএ সরিয়ে নেওয়া হয়।
Next Story