নগাঁওঃ ‘লেনিন অথবা কার্ল মার্ক্সের কাছ থেকে সাম্যবাদের শিক্ষা আমাদের নিতে হবে না। বরঞ্চ বেদ,উপনিষদ অথবা ভাগবত থেকে এবিষয়ে আমরা ভাল শিক্ষা নিতে পারবো’। রবিবার নগাঁওয়ে শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্ৰতিষ্ঠা দিবসে এই মন্তব্য করেন অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা।
লেনিন,কার্ল মার্ক্স থেকে সাম্যবাদের শিক্ষা আমাদের নিতে হবে নাঃ হিমন্ত

Next Story