Begin typing your search above and press return to search.

লেফটেনাণ্ট জেনারেল পদে উন্নীত হলেন মেজর জেনারেল অসমের রানা প্ৰতাপ কলিতা

লেফটেনাণ্ট জেনারেল পদে উন্নীত হলেন মেজর জেনারেল অসমের রানা প্ৰতাপ কলিতা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 March 2019 1:19 PM GMT

মঙ্গলদৈঃ অসমের সু্যোগ্য সন্তান মেজর জেনারেল রানা প্ৰতাপ কলিতাকে ভারতীয় সেনাবাহিনীর লেফটেনান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নয়াদিল্লি সেনা সদরদপ্তরে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল(সিরিমনিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার)হিসেবে কর্মরত ছিলেন। কলিতা হচ্ছেন ভারতীয় সেনাবাহিনীতে অসম থেকে দ্বিতীয় সিনিয়র অফিসার,যিনি লেফটেনান্ট জেনারেল প্ৰণব ভরালির পর ওই উঁচু পদে আসীন হলেন। কলিতা অসমের গোয়ালপাড়া সৈনিক স্কুলের প্ৰাক্তন ছাত্ৰ ছিলেন। তাছাড়া ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে(এনডিএ)প্ৰশিক্ষণ নিয়েছেন।

সেনাবাহিনীতে অসামান্য দক্ষতার স্বীকৃতি হিসেবে এরআগে তিনি সেনা মেডেল,বিশিষ্ট সেবা মেডেল সম্মান পেয়েছেন। কাশ্মীর উপত্যকার উরিতে ফিদায়েঁ হামলার সময় তিনি বারামুলায় এক্সআইএক্স ইনফেণ্ট্ৰি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং পদে বহাল ছিলেন। ওই সময় দেশের সেবায় অনবদ্য অবদান রাখায় তাঁকে ওই সম্মানে ভূষিত করা হয়েছিল। কামরূপ গ্ৰামীণ জেলার একটি স্কুলের আদর্শ শিক্ষক যোগেন্দ্ৰ কলিতার পুত্ৰ তিনি। ১৯৮৪ সালে কুমায়ুন রেজিমেন্টে যোগ দিয়ে শুরু হয়েছিল তাঁর সেনা জীবন। কলিতা সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করেছেন।

Next Story
সংবাদ শিরোনাম