লোকসভা নির্বাচনঃ অসমে এপর্যন্ত বাজেয়াপ্ত ৫.০৯ কোটি টাকা

লোকসভা নির্বাচনঃ অসমে এপর্যন্ত বাজেয়াপ্ত ৫.০৯ কোটি টাকা
Published on

গুয়াহাটিঃ লোকসভা নির্বাচনের জন্য সারা দেশে মডেল কোড অফ কনডাক্ট(এমসিসি)লাগু হবার পর গত ১ এপ্ৰিল পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে নগদ ৯.৯৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে,সারা দেশে এই সময়ে বাজেয়াপ্ত করা হয়েছে ৩৪০.৭৫ কোটি টাকা। ভারতীয় নির্বাচন কমিশনের(ইসিআই)প্ৰগ্ৰেসিভ সিজার রিপোর্টে একথা উল্লেখ করা হয়েছে। এরমধ্যে অসম থেকে এপর্যন্ত সর্বোচ্চ পরিমাণ ৫.০৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা গেছে। এরপরেই রয়েছে অরুণাচলের স্থান। এই রাজ্য থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩.৬১ কোটি টাকা। মেঘালয় থেকে ০.২৭ কোটি,ত্ৰিপুরা থেকে ০.১৮ কোটি,মণিপুরে ০.১০ কোটি এবং সিকিম থেকে ০.০০১ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এই সময়কালে মিজোরাম থেকে কোনও নগদ অর্থ বাজেয়াপ্ত করার খবর নেই।

ভারতীয় নির্বাচন কমিশন(ইসিআই)প্ৰতিটি সংসদীয় কেন্দ্ৰের প্ৰতিজন প্ৰার্থীর নির্বাচনী ব্যয় ৭০ লক্ষ টাকা নির্ধারণ করে দিয়েছে। নির্বাচন মুক্ত ও অবাধ করার লক্ষ্যে ইসিআই-র নির্দেশিকার প্ৰেক্ষিতে সার্ভেইল্যান্স টিম ও ফ্লাইং স্কোয়াড সারা দেশে মোটা অঙ্কের নগদ অর্থ ও অন্যান্য কিছু সামগ্ৰী নিয়ে চলাফেরার দিকে শ্যেন দৃষ্টি রাখছে।

অসমে এই সময়কালে ০.৮৮ লক্ষ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা মদের মূল্য ৫৫ লক্ষ টাকা। এই সময়কালে অসমে নগদ অর্থ,মদ,ড্ৰাগস,নেশাজাতীয় সামগ্ৰী এবং সোনা,রুপোর মতো মূল্যবান ধাতু ও অন্যান্য জিনিস সহ মোট ৬.২৬ কোটি টাকার সামগ্ৰী বাজেয়াপ্ত করা হয়েছে।

আন্যদিকে,মণিপুরে ২৬.৮০ কোটি টাকার এধরনের সামগ্ৰী বাজেয়াপ্ত করা হয়েছে। অরুণাচল প্ৰদেশ থেকে ৩.৬১ কোটি টাকার অনুরূপ সামগ্ৰী বাজেয়াপ্ত করা গেছে। তাছাড়া নাগাল্যান্ড থেকে ২.৬৪ কোটি,ত্ৰিপুরা থেকে ১ কোটি ও মিজোরাম থেকে ০.৪৩ কোটি,মেঘালয় থেকে ০.৩৮ কোটি এবং সিকিম থেকে ০.০০১ কোটি টাকার সামগ্ৰী বাজেয়াপ্ত করা হয়েছে।

উল্লিখিত সময়ের মধ্যে সারা দেশে নগদ সহ এধরনের সামগ্ৰী বাজেয়াপ্ত করা হয়েছে ১,৪৬০.০২ কোটি টাকার। ইসিআই-র এক রিপোর্টে একথা জানানো হয়েছে। উল্লেখ করা যেতে পারে যে ইসিআই ইতিমধ্যেই অসমে ১৪ জন এক্সপেনডিচার অবজারভার মোতায়েন করেছে। এদের সহযোগিতা করছেন আনুমানিক ৪০৪ জন ফ্লাইং স্কোয়াড ও ভিডিও সার্ভেইল্যান্স টিম। এক্সপেনডিচার অবজারভাররা ভোট গণনা হবার পর প্ৰার্থীদের নির্বাচনী ব্যয় সংক্ৰান্ত বিষয়গুলি পর্যালোচনা ও পরীক্ষা করে দেখবেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com