Begin typing your search above and press return to search.

লোকসভা নির্বাচনঃ দৃষ্টিহীন ভোটারদের জন্য ব্ৰেইলি স্লিপ-এর ব্যবস্থা

লোকসভা নির্বাচনঃ দৃষ্টিহীন ভোটারদের জন্য ব্ৰেইলি স্লিপ-এর ব্যবস্থা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  6 March 2019 9:49 AM GMT

গুয়াহাটিঃ ভারতীয় নির্বাচন কমিশন(ইসিআই)আসন্ন লোকসভা নির্বাচনে বিনা বাধায় ভোটারদের ভোটাধিকার প্ৰয়োগ সুনিশ্চিত করতে বেশকিছু সু্যোগ সুবিধা চালু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে দৃষ্টিশক্তিহীন অথবা অন্ধ ভোটাররাও ব্ৰেইলি ব্যবস্থার মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্ৰয়োগ করতে পারবেন। রাজ্য নির্বাচন বিভাগ এই বিষয়টি নিয়ে ব্ৰেইলি প্ৰেস-এর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এছাড়াও একটি ভোটার হেল্প লাইন নাম্বারও কর্মক্ষম করে তোলা হয়েছে। এবার বিশেষ মোবাইল অ্যাপসও চালু করা হচ্ছে। নির্বাচনে যাতে প্ৰতিজন ভারতীয়ই অংশ নিতে পারেন,তারজন্য ইসিআই-এর গুরুত্বপূর্ণ নির্বাচনী ফ্ৰেমওয়র্কের একটা অংশ হচ্ছে এই পদক্ষেপ।

সূত্ৰটি জানিয়েছে,স্বাভাবিক ভোটার স্লিপের মতে ব্ৰেইলি ভোটার স্লিপেও প্ৰার্থীদের নাম একইভাবে থাকবে। রাজ্যের ১৪টি লোকসভা কেন্দ্ৰেই থাকছে এই সু্যোগ সুবিধা। এছাড়াও প্ৰত্যেক ভোটকেন্দ্ৰে এই সুবিধা উপলব্ধ হচ্ছে। সাম্প্ৰতিক তথ্য অনু্যায়ী গোটা রাজ্যে ভোটকেন্দ্ৰ থাকছে ২৮,১৪৩টি। সম্প্ৰতি অনুষ্ঠিত বিধানসভার নির্বাচনেই ব্ৰেইলি ভোটার স্লিপ ইতিমধ্যেই ইস্যু করা হয়েছে। ইসিআই ব্ৰেইলি ইলেকশন ফোটো আইডেনটিটি কার্ড(বিইআইপিসি)দেওয়ার পরিকল্পনা করছে। ইলেকট্ৰনিক ভোটার মেশিনে ব্ৰেইলি ব্যবস্থা ইতিমধ্যেই জুড়ে দেওয়া হয়েছে। ব্ৰেইলি হচ্ছে এমন একটা স্ক্ৰিপ্ট যা দৃষ্টিহীন ব্যক্তিরা আঙুলের স্পর্শে বুঝতে পারবেন। দৃষ্টিহীনরা পড়াশোনা ও লেখার ক্ষেত্ৰে এই ব্যবস্থাকে ব্যবহার করে থাকেন। ওদিকে টোল ফ্ৰি ভোটার হেল্পলাইন নম্বর হচ্ছে ১৯৫০। এই নম্বরে ডায়েল করলে একজন ব্যক্তি ভোটার তালিকায় তার অবস্থান জানতে পারবেন। নির্বাচন সম্পর্কিত আরও তথ্য জানা যাবে এর মাধ্যমে। জনতা ভবনে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে এই নম্বর ইতিমধ্যেই কার্যকরী হয়েছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্য অন্যান্য অ্যানরোয়েড ভিত্তিক অ্যাপস নির্দিষ্টভাবে ডিজাইন করা হয়েছে। এগুলি হচ্ছে c VIGIL,suvida এবং pwd। এগুলো গুগল প্লেস্টোরে ডাউনলোড করা যাবে।

Next Story
সংবাদ শিরোনাম