
মিরাটঃ বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রবিবার বলেন,২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি উত্তর প্ৰদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৭৪টিতে জিতবে। কেন্দ্ৰে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্ৰী যোগি আদিত্যনাথের ‘ভাল কাজের’ সুবাদে এই লক্ষ্যে পৌঁছনো সম্ভব হবে বলে শাহ মনে করেন। এখানে দলের রাজ্যশাখার দুদিন ব্যাপী কর্মসমিতির বৈঠকের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিজেপি-সভাপতি শাহ একথা বলেন।