Begin typing your search above and press return to search.

লোকসভা ভোটের আগে বড়োসড়ো সুখবর আসতে পারে আয়করদাতাদের জন্য

লোকসভা ভোটের আগে  বড়োসড়ো সুখবর আসতে পারে আয়করদাতাদের জন্য

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 Jan 2019 8:43 AM GMT

লোকসভা ভোটের আগে আগামী ১ ফেব্রুয়ারি বড়োসড়ো সুখবর আসতে পারে আয়করদাতাদের জন্য। সূত্রের খবর, ওই দিন কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তী বাজেটে আয়করহীন আয়ের পরিমাণ পরিমাণ প্রায় দ্বিগুণ করা হতে পারে।

সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই অন্তর্বর্তী বাজেটে করছাড়ের ঊর্ধ্বসীমা ২.৫ লক্ষকে বাড়িয়ে ৫ লক্ষ টাকায় নিয়ে যেতে পারেন। একই সঙ্গে গত ২০১৮ সালের বাজাটে স্বাস্থ্য এবং পরিবহণ ব্যয়কে যে ভাবে করের আওতায় নিয়ে আসার হয়েছিল, সেটাও বাতিল করতে পারেন। সূত্রে খবর, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-র দাবি, করছাড়ে ঊর্ধ্বসীমা ২.৫ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করতে হবে। পাশাপাশি আয়কর আইনের ৮০সি ধারায় করবিহীন সঞ্চয়ের পরিমাণও ২.৫ লক্ষ টাকা করার দাবি জানিয়েছেন সিআইআই।

এক নজরে দেখে নিতে পারেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় বিগত পৌনে পাঁচ বছরের পাঁচটি বাজেটের গুরুত্বপূর্ণ সংস্কারগুলি।

বাজেট ২০১৪

১. প্রাথমিক কর ছাড় সীমা ২ লক্ষ থেকে বেড়ে ২ লক্ষ টাকা

২. আয়কর আইনের ৮০সি ধারায় কর ছাড়ের পরিমাণ ১ লক্ষ থেকে বেড়ে ১.৫ লক্ষ টাকা (৩.) বছর প্রতি গৃহঋণে কর ছাড়ের ঊর্ধ্বসীমা ১.৫ লক্ষ থেকে বেড়ে ২ লক্ষ টাকা

বাজেট ২০১৫

১. এনপিএসে ৫০ হাজার টাকা পর্যন্ত ঐচ্ছিক কর ছাড়

২. সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পূর্ণ ভাবে করহীন

৩. স্বাস্থ্যবিমায় কর ছাড়ের পরিমাণ ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার টাকা

৪. সম্পদ কর বিলুপ্তি

৫. একক ভাবে ১ কোটি টাকা আয়ের উপর সারচার্জ ১০ শতাংশ বেড়ে ১২ শতাংশ

বাজেট ২০১৬

১. ঘরভাড়ার জন্য কর ছাড় ২৪ হাজার থেকে বেড়ে ৬০ হাজার টাকা

২. ৫ লক্ষের নীচে করদাতাদের রিবেট ২ হাজার থেকে বেড়ে ৫ হাজার টাকা (৩.) নতুন বাড়িক্রেতাদের জন্য ৩৫ লক্ষের ঋণের উপর ৫০ হাজার টাকা পর্যন্ত কর ছাড় ৪. একক ভাবে ১ কোটি টাকা আয়ের উপর সারচার্জ ১২ শতাংশ বেড়ে ১৫ শতাংশ

বাজেট ২০১৭

১. ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়করদাতাদের করের হার কমে ১০ শতাংশ থেকে ৫ শতাংশ

২. প্রত্যেক করদাতার জন্য সাড়ে ১২ হাজার টাকার রিবেট

৩. ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত আয়ের উপর ১০ শতাংশ সারচার্জের প্রবর্তন

বাজেট ২০১৮

১. চাকরিজীবীদের জন্য ৪০ হাজার টাকার পর্যন্ত কর ছাড়

২. করের আওতায় স্বাস্থ্য এবং পরিবহণ ব্যয়

৩. করদাতাদের সেস ৩ শতাংশ থেকে বেড়ে ৪ শতাংশ

৪. ইক্যুইটিতে ১ লক্ষ টাকার উপর এলটিসিজি ট্যাক্সের প্রবর্তন

Next Story
সংবাদ শিরোনাম