Begin typing your search above and press return to search.

শরনিয়ার গান্ধী মণ্ডপে ৩০৬ ফুট দীর্ঘ তেরঙা উড়বে ২ অক্টোবর

শরনিয়ার গান্ধী মণ্ডপে ৩০৬ ফুট দীর্ঘ তেরঙা উড়বে ২ অক্টোবর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  25 Sep 2018 1:42 PM GMT

গুয়াহাটিঃ মহানগরী গুয়াহাটির শরনিয়া পাহাড় চূড়ায় থাকা গান্ধী মণ্ডপে ৩০৬ ফুট দীর্ঘ জাতীয় পতাকা উত্তোলনে দিশপুর যে পরিকল্পনা করছিল অবশেষে তা বাস্তবে পরিণত হতে চলেছে। আগামি ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন পতাকাটি উত্তোলনের দিন ধার্য হয়েছে। উল্লেখ করা যেতে পারে যে এর আগেও পরপর দুবার দিশপুর গান্ধী মণ্ডপে জাতীয় পতাকা তোলার পরিকল্পনা এঁটে কার্যক্ষেত্ৰে তা রূপায়ণ করতে ব্যর্থ হয়। প্ৰথমবার সে মাসেই পতাকাটি তোলার কথা ছিল। এরপর এবছরই ১৫ আগস্টে দিন ঠিক করেও সরকার পতাকা তুলতে পারেনি।

এরজন্য গুয়াহাটি স্মার্ট সিটি লিমিটেডকে(জিএসসিএল)বিভিন্ন প্ৰশ্নের মুখ পড়তে হয়েছিল। তবে আগের সবকিছু একপাশে ঠেলে দিয়ে কামরূপ(মেট্ৰো)জেলা প্ৰশাসন সোমবার প্ৰকল্পস্থলে পতাকা উত্তোলন নিয়ে পরীক্ষামূলক কাজ সম্পন্ন করেছে। জিএসসিএল-এর একটি সূত্ৰ আরও বলেছে,আগামি ২ অক্টোবর পতাকাটি আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হবে। পতাকা উত্তোলনের জন্য দিশপুর ৩০৬ ফুট দীর্ঘ একটি ফ্ল্যাগপোল স্থাপনের যে পরিকল্পনা করেছিল তা ইতিমধ্যেই নির্মিত হয়েছে। এই পতাকার আকার হচ্ছে ১২০ ফুট দীর্ঘ এবং প্ৰস্ত ৮০ ফুট। এর বাজেট বরাদ্দ ধার্য হয়েছিল ২.৬৫ কোটি টাকা। রাজ্যের উদ্যোগ বিভাগ মর্যাদাসম্পন্ন ওই প্ৰকল্প রূপায়ণের দায়িত্ব দিয়েছিল জিএসসিএল-এর কাঁধে।

Next Story
সংবাদ শিরোনাম