গুয়াহাটিঃ রাজ্যে প্ৰবীণ নাগরিকদের কল্যাণে রাজ্য সরকার চালু করলো শহিদ কুশল কোঁয়র সর্বজনীন বৃদ্ধ পেনশন প্ৰকল্প। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল মঙ্গলবার সরুসজাই স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্ৰকল্পটির সূচনা করেন। এই প্ৰকল্প বাবদ রাজ্য সরকারের বার্ষিক ৪০০ কোটি টাকার প্ৰয়োজন হবে।
অনুষ্ঠানে ভাষণ প্ৰসঙ্গে মুখ্যমন্ত্ৰী বলেন,বরিষ্ঠ নাগরিকদের প্ৰতি সম্মান জানানো আমাদের সামাজিক রীতি ও পরম্পরা। তিনি বলেন,ষাটোর্ধ্ব বরিষ্ঠ নাগরিকরা সরকারের এই প্ৰকল্পের ফলে উপকৃত হবেন। অনুষ্ঠানে বক্তব্য রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা অসমের ইতিহাসে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন। বলেন,বিজেপি সরকার যবে থেকে ক্ষমতায় এসেছে তখন থেকেই রাজ্যের মানুষের আর্থ-সামাজিক অবস্থায় পরিবর্তন আনতে অহরহ চেষ্টা চালিয়ে যাচ্ছে।