শারদ প্ৰাতে অসম জুড়ে পালিত মহালয়া

শারদ প্ৰাতে অসম জুড়ে পালিত মহালয়া
Published on

অসম জুড়ে আজ সাতসকালে পালিত হলো মহালয়া। আজ শারদ প্ৰাতে পিতৃপক্ষের অবসানের সঙ্গে সঙ্গে শুরু হলো দেবীপক্ষের। মহালয়ার পুণ্যপ্ৰাতে অনেকেই ব্ৰহ্মপুত্ৰের ঘাটে গিয়ে পিতৃ পুরুষের প্ৰতি শ্ৰদ্ধা জানিয়ে তর্পণ পর্ব সারেন। ওদিকে শারদ সকালে রেডিও,টিভিটে মহিষাসুর মর্দিনী ও বীরেন্দ্ৰকৃষ্ণ ভদ্ৰের চিরাচরিত চণ্ডীপাঠে মুখরিত হয়ে ওঠে প্ৰভাতের গুয়াহাটি। লোকজন পথে বেরিয়ে আসেন অশুভ শক্তির বিনাশ ও সমাজে শুভ শক্তির সূচনায় আবাহন জানাতে। মহালয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল পুজোর কাউন্ট ডাউন। পুজোর আর হাতে গোনা একটা সপ্তাহ। এবার মা ধরায় আসছেন ঘোড়ায় এবং চার দিনের পুজো শেষে ফিরে যাবেন দোলায়(পালকি)।

ঘরের মেয়ে মা বরণে গুয়াহাটি সহ অসমের বিভিন্ন শহর-গ্ৰামে এখন পুজোর মেজাজ। গুয়াহাটির সদাব্যস্ত ফ্যান্সিবাজার ছাড়াও অন্যান্য বাজার ও শপিং মলে লেগেছে খদ্দেরের ভিড়। পুজো বলে কথা। বছরের এই কটা দিন ভক্তি আর আনন্দে গা ভাসিয়ে দেওয়ারই চল চলে আসছে পরম্পরাগত ধারায়। গুয়াহাটি সহ অসমের বিভিন্ন স্থানে পাল্লা দিয়ে চলছে মণ্ডপ সজ্জা,পাশাপাশি চলছে আলোর রোশনাইয়ে শহর আলোকিত করার ঘাম ঝরানো প্ৰয়াস। কুমোরটুলিতে রাতদিন এক করে মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে মৃতশিল্পীরা শেষ তুলির টান দিতে ব্যস্ত। ১৫ অক্টোবর সন্ধ্যায় বোধনপর্ব দিয়ে শুরু হচ্ছে পুজো।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com